নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সোনারকান্দি গ্রামে ১১ বছরের এক মাদ্রাসা পড়ুয়া ছাত্র আত্মহত্যা করেছে। স্থানীয় বাড়ি মজলিস এলাকার একটি মাদ্রাসায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল সে। ওই শিক্ষার্থী নিজ মাদ্রাসার গোসলখানায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
নিহত মোবাসসিরের পিতা আবু তালেব জানিয়েছেন, প্রতিদিনের মতো স্বাভাবিকভাবে দিন শুরু করলেও দুপুরে হঠাৎ করেই এই ঘটনা ঘটে।
মাদ্রাসার গোসলখানায় কাপড় রাখার পাইপে পায়জামা পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে করা হচ্ছে। এলাকাবাসী জানিয়েছে, মোবাসসির মাদ্রাসায় পড়াশোনা করতে চায়নি। অনেকটা ইচ্ছের বিরুদ্ধেই তার অভিভাবক তাকে মাদ্রাসায় পড়াচ্ছিল। হয়তো এ অভিমান থেকেও আত্মহত্যা করতে পারে।