বুধবার, ২৫ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

‘কখন কী ঘটে যায়, শঙ্কায় পুরো জাতি’

আপডেট : ২৪ মে ২০২৫, ১২:৪১ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, দেশ বর্তমানে গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তায় রয়েছে। কখন কী ঘটে যায়—এই শঙ্কায় পুরো জাতি আতঙ্কের মধ্যে দিন পার করছে।

তিনি বলেন, “এটা কোনো শুভ লক্ষণ নয়, বরং উদ্বেগের বিষয়। দেশে আদৌ পার্লামেন্ট হবে কি না, নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, নির্বাচিত সরকার আসবে কি না, অথবা অনির্বাচিত সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকবে কি না—এসব প্রশ্ন এখনও ধোঁয়াশার মধ্যেই রয়ে গেছে।”

আজ শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের লৌহজংয়ের মাওয়া চৌরাস্তায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত মাদকবিরোধী গণসমাবেশ ও মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

সরকারকে উদ্দেশ করে ড. রিপন বলেন, “আপনাদের সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার। অথচ সরকারের কিছু উপদেষ্টা এমনভাবে এগোচ্ছেন, যেন তারা দীর্ঘমেয়াদি পরিকল্পনায় কাজ করছেন। আপনাদের অবস্থান হলো স্বল্পমেয়াদি। কয়েক দিনের জন্য দায়িত্ব নিয়ে এসে কাজ শেষ করে চলে যেতে হবে।”

রাখাইন ইস্যুতে সরকারের অবস্থান নিয়েও কড়া সমালোচনা করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, “সরকারের উপদেষ্টারা রাখাইনে ত্রাণ পাঠানোর নামে মানবিক করিডোর দেওয়ার কথা বলছেন। অথচ এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ন্যূনতম যোগাযোগও করা হয়নি। তাদের সঙ্গে আলোচনা ছাড়াই করিডোর দেওয়া হচ্ছে—এটা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বড় হুমকি।”

তিনি আরও বলেন, “মানবিক করিডোর দেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করতে হবে, জনগণের মতামত নিতে হবে। এসব ছাড়া কোনো করিডোর ঘোষণা করা হলে তা মেনে নেওয়া হবে না।”

মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোশারফ হোসেন নসু। স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত