শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

হেফাজতের আহ্বান অংশীজনরা ঐক্যবদ্ধ হোন

আপডেট : ২৪ মে ২০২৫, ০৭:১৬ এএম

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি। এরই মধ্যে ফ্যাসিস্টরা নানা রকম চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তাই জুলাইয়ের চেতনা শানিত করে সব অংশীজনকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় তিনি মান-অভিমান ভুলে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম উত্তর গেটে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর শাখার বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, শাপলা-জুলাই গণহত্যার বিচার, হেফাজত নেতাকর্মীদের সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে বিজয়নগর পানির ট্যাংকির মোড়ে এসে শেষ হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মামুনুল হক বলেন, প্রফেসর ইউনূস সাহেব জাতির অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেছেন। আমাদের সেনাপ্রধান বাংলাদেশের অন্যতম স্তম্ভ, যার যার জায়গা থেকে আপনারা দায়িত্ব পালন করুন। আপনাদের ব্যক্তিগত মান-অভিমান এ দেশের ১৮ কোটি মানুষের স্বপ্নকে ফিকে হতে দিতে পারে না। এ দেশের মানুষের অনেক স্বপ্ন রয়েছে। এ দেশের অনেক মায়ের চোখের পানি এখনো শুকায়নি। এখনো শহীদের রক্তের দাগ বাংলার রাজপথ থেকে মুছে যায়নি। এখনই ক্ষমতা নিয়ে এত হানাহানিতে লিপ্ত হওয়া আমাদের জন্য সমীচীন নয়। বিএনপিসহ সব রাজনৈতিক দলকে বলতে চাই, এভাবে আলটিমেটাম দিয়ে, টাইমফ্রেম বেঁধে দিয়ে দেশকে সামনের দিকে অগ্রসর করা সম্ভব হবে না। সহনশীল অবস্থানে আসুন। প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকা পালন করুন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। এ ছাড়া আরও বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির আবু তাহের নদভী, মহিউদ্দিন রাব্বানী, আহমেদ আলী কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় নেতা মুফতি ফখরুল ইসলাম, কেন্দ্রীয় সহকারী সম্পাদক মাওলানা মুফতি কামাল উদ্দিন, সহকারী আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব, কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মাওলানা ইয়াকুব ওসমানী, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, হেফাজত নেতা মুফতি নাসির উদ্দিন, পল্টন জোন সভাপতি মাওলানা সালাহ উদ্দিন, খিলগাঁও জোন সভাপতি মাওলানা সুলতান আহমদ জাফরী প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত