সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

‘মাইক্লো নেক্সট আইকন’ এখন ক্যাম্পাসে

আপডেট : ০১ জুন ২০২৫, ১২:০৮ এএম

বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্যাম্পাসভিত্তিক ক্যাম্পেইন ‘মাইক্লো নেক্সট আইকন’ শুরু করেছে প্রিমিয়াম ফ্যাশন ব্র্যান্ড মাইক্লো। এই ক্যাম্পেইনের তিনটি প্রধান দিক রয়েছে। প্রথমটি হলো পেইড ইন্টার্নশিপ, যেখানে শিক্ষার্থীরা কাজ শিখতে পারবে; দ্বিতীয়টি, অভিজ্ঞ ডিজাইনারদের সঙ্গে কাজের সুযোগ; তৃতীয়টি হলো মডেল হান্ট, যার মাধ্যমে নতুন প্রতিভা খুঁজে বের করা হবে। একাডেমিক ক্রিয়েটিভিটির সঙ্গে ব্যবসার সুযোগকে একত্রিত করতে ‘মাইক্লো নেক্সট আইকন’ ক্যাম্পেইনটি ধাপে ধাপে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হবে। ফ্যাশনের সঙ্গে তরুণদের নতুনভাবে যুক্ত করা এবং ভবিষ্যৎ পেশাগতভাবে দক্ষ করে তৈরি করাই এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। এ ধরনের অগ্রগামী ক্যাম্পাসভিত্তিক উদ্যোগ এবারই প্রথম কোনো ফ্যাশন ব্র্যান্ড বাংলাদেশে শুরু করল। সৃজনশীল শিক্ষার জন্য স্বনামধন্য প্রতিষ্ঠান শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে ২৩ মে ক্যাম্পেইনের প্রথম পর্ব শুরু হয়েছে, যেখানে তারকা-বিচারক হিসেবে উপস্থিত ছিলেন তাহসান রহমান খান। বর্তমানে দেশের ১৫টি স্থানে মাইক্লো’র শোরুম রয়েছে। এ ছাড়া সম্প্রতি জয়দেবপুরে তাদের ১৬তম শোরুমের উদ্বোধন হয়েছে। জাপানি লাইফস্টাইল থেকে অনুপ্রাণিত ব্র্যান্ড মাইক্লো সবসময় পোশাকের মান ও ডিজাইনকে বিশেষ গুরুত্ব দেয়।

মাইক্লো বাংলাদেশ লিমিটেডের অপারেশন অ্যাডভাইজার কাজী মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, ‘মাইক্লো সবসময়ই তরুণদের সম্ভাবনা ও ক্রিয়েটিভ চিন্তাধারাকে গুরুত্ব দিয়ে থাকে। মাইক্লো নেক্সট আইকনের মাধ্যমে আমরা নতুন প্রতিভাবানদের খুঁজে বের করে তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করছি। আমরা এমন প্রতিভা খুঁজছি, যারা ফ্যাশন শিল্পের ভবিষ্যৎ রূপায়ণে সাহায্য করবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক্লো বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ড ও কমিউনিকেশন হেড সামিয়া আহমেদ এবং রিসার্চ ও ডেভেলপমেন্ট হেড মো. রাজিবুজ্জামান খানসহ অন্য সদস্যরা। ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পী প্রফেসর মোস্তাফিজুল হক, ডিজাইন ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর শিশির ভট্টাচার্য এবং ফ্যাশন ডিজাইন ও প্রযুক্তি বিভাগের প্রধান মো. মতিয়ার রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সুবর্ণা নওদির। অনুষ্ঠানের শেষে তিনজন পুরুষ ও তিনজন নারী মডেলকে সম্মাননা জানানো হয়। এ ছাড়া সাতজন ভাগ্যবান বিজয়ী তাহসান খানকে সরাসরি দেখা এবং তার সঙ্গে স্মরণীয় সেলফি তোলাসহ পুরো ফ্যাশন শো উপভোগ করার সুযোগ পায়। এই ক্যাম্পেইনের মাধ্যমে মাইক্লো পরবর্তী প্রজন্মকে সহায়তা করতে এবং বাংলাদেশের ফ্যাশন শিল্পকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত