বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

ল্যাবএইড স্বাস্থ্যসেবায় অনন্য

আপডেট : ০১ জুন ২০২৫, ১২:১৪ এএম

ম্যানেজিং ডিরেক্টর, ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার, ডিএমডি, ল্যাবএইড গ্রুপ বাংলাদেশে ডায়াগনস্টিক সেবা বলতে একটা সময় কিছুই ছিল না, তখন ল্যাবএইড নিয়েছিল প্রথম সাহসী পদক্ষেপ। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার হিসেবে আত্মপ্রকাশ করে ১৯৮৪ সালে। তারপর, একের পর এক প্রয়োজন আর সংকটে এগিয়ে এসে মানুষের জন্য নির্মাণ করেছে নতুন স্বপ্ন, নতুন আস্থা। যখন হৃদরোগের জন্য মানুষকে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটতে হতো, তখন ল্যাবএইড প্রতিষ্ঠা করল দেশের প্রথম পূর্ণাঙ্গ কার্ডিয়াক হাসপাতাল। আর আজ, যখন ক্যানসারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষজন চিকিৎসার জন্য বিদেশমুখী, তখন ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার হয়ে উঠেছে এক আশার আলো। ঢাকার গ্রিন রোডে গড়ে ওঠা এই হাসপাতালটি ইতোমধ্যেই অর্জন করেছে বহু সাফল্য। মাত্র কিছুদিন আগে তারা পেয়েছে লিড গোল্ড সার্টিফিকেশন, বাংলাদেশে এমন স্বীকৃতি পাওয়া এটি প্রথম ক্যানসার সেন্টার। এখন পর্যন্ত সম্পন্ন করেছে ২০০০ সফল সার্জারি এবং গত বছরই মাত্র ১.২৫% সার্জিক্যাল ইনফেকশন রেট বজায় রেখে ১০০০ সফল অপারেশন সম্পন্ন করেছে, যা আন্তর্জাতিক মানদ-ে এক অভাবনীয় সাফল্য।

বাংলাদেশের প্রথম মাল্টিডিসিপ্লিনারি ক্যানসার সেন্টার হিসেবে এই হাসপাতাল ইতিমধ্যেই ১০ লাখেরও বেশি রোগীকে সেবা দিয়েছে। ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার। আন্তর্জাতিক মানের চিকিৎসা, আধুনিক প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের সমন্বয়ে এই হাসপাতাল এখন দেশের রোগীদের জন্য সবচেয়ে বড় ভরসার জায়গা। হাসপাতালটিতে রয়েছে সার্জিক্যাল অনকোলজি, মেডিকেল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি, লিভার ও কিডনি ট্রান্সপ্ল্যান্ট সেন্টারসহ, ৩০ বেডের ডে-কেয়ার কেমোথেরাপি ইউনিট এবং আধুনিক ল্যাব সুবিধাসহ এক ছাদের নিচে সব রকমের স্বাস্থ্যসেবা। প্রতিটি বিভাগে নিযুক্ত রয়েছেন দেশের সেরা অনকোলজিস্ট ও সার্জনরা, যারা প্রতিদিন নতুন জীবনে ফেরানোর সংগ্রামে নিরলস কাজ করছেন। হাসপাতালটি কেবল চিকিৎসার ক্ষেত্রেই নয়, গবেষণা ও চিকিৎসা প্রশিক্ষণেও কাজ করে যাচ্ছে। ক্যানসার চিকিৎসায় দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে এই হাসপাতালটির নেওয়া পদক্ষেপগুলো খুব অচিরেই দেশের স্বাস্থ্য খাতে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত