চেহারায় পরিবর্তন বা নতুন লুক আনতে চাইলে ফ্যাশন সচেতন নারীর জন্য চুলে রঙ করা বা হেয়ার কালারের ব্যবহারের মাধ্যমই সহজ সমাধান। আবার আজকাল কিছু ছেলেও চুলের স্টাইলের সঙ্গে বাহারি রঙ করছেন। কিন্তু চুল রঙ করার পর তা ধরে রাখা বড় চ্যালেঞ্জ। কারণ, চাইলেই বারবার রঙ করা বা পরিবর্তন করা যাবে না। এতে চুলের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হবে। রঙ করা চুলের যতœ নেবেন কীভাবে তা নিয়ে চিন্তা না করে বরং এই সমাধানগুলো আপনাকে পরিত্রাণ দিতে পারে।
চুলে রঙ করার সঙ্গে সঙ্গেই শ্যাম্পু নয়
চুলে শ্যাম্পু করার সঠিক নিয়ম মানতে হবে। চুল রঙ করার পর শ্যাম্পু করার সঠিক নিয়ম না মানলে রঙের স্থায়িত্ব হবে খুবই অল্প দিন। অনেকেই চুল রঙের পর বাড়ি গিয়ে সঙ্গে সঙ্গেই শ্যাম্পু করেন। এতে করে ক্ষতিকর রাসায়নিক ধুয়ে যায় এমন ধারণা অনেকেরই। এতে বরঙ চুলে রঙ বসার আগেই তা ধুয়ে যায়, যা রঙ হালকা করে ফেলে। তাই অন্তত ২৪ ঘণ্টা পর শ্যাম্পু করা উচিত।
ব্যবহার করুন রঙিন চুলের উপযোগী পণ্যগুলো-
সাধারণ চুল আর রঙিন চুলের মধ্যে পার্থক্য অনেক। তাই প্রতিটি পণ্য ব্যবহারের আগে তা রঙিন চুলের জন্য যথাযথ কি না, তা দেখে নেওয়া জরুরি। এতে চুলে রঙ ধরে রাখা যাবে অনেক দিন। বিশেষ করে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহারের আগে দেখে নিতে হবে, যেন তাতে এসএলএস ও অ্যালকোহল না থাকে। কারণ, এই উপাদানগুলো রঙের ঔজ্জ্বল্য ও স্থায়িত্ব দুটোই কমায়। তাই যে পণ্যে নারিশিং উপাদান আছে, তা বাছাই করা দরকার। কারণ, রঙ করার পর চুলে বেশ একটা রুক্ষতা আসে।
গরম পানি দিয়ে চুল ধোয়া বা শ্যাম্পু করা যাবে না
চুলে রঙ থাকা মানে কোনোভাবেই চুলে গরম পানি ব্যবহার করা যাবে না। এর কারণ খুবই সহজ, গরম পানি চুলের ময়েশ্চারাইজার কমিয়ে ফেলে এবং চুলে রুক্ষতা আনে। এ ছাড়া চুলের রঙও হালকা হয় খুব দ্রুত।
রঙিন চুলের নির্দিষ্ট যত্ন
রঙিন চুলের জন্য চাই কিছু নির্দিষ্ট যত্ন। রঙিন চুলে কিছুদিন পরপর অবশ্যই ডিপ কন্ডিশনিং করা বাধ্যতামূলক। যেগুলোর মধ্যে অবশ্যই থাকতে হবে রিচ হেয়ার মাস্ক ও অয়েল থেরাপি, যা রঙিন চুলে ময়েশ্চার নিয়ে আসবে। এক্ষেত্রে বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেওয়া সব থেকে ভালো সমাধান। কারণ, যত সুন্দর রঙই করা হোক না কেন, চুল যদি রুক্ষ হয়ে যায়, তবে প্রাণহীন মনে হবে।
যা করা যাবে না
রঙিন চুলের স্টাইলিংয়ে হেয়ার ড্রায়ার ব্যবহার করা উচিত নয়। এমনকি রঙিন চুলে চাইলেই স্টাইলিং পণ্য যেমন স্ট্রেইটনার, রোলার মেশিন, হেয়ার ড্রায়ার, হেয়ার স্প্রে ব্যবহার করা উচিত নয়। এতে চুলের রঙের বয়স কমে। এ ছাড়া রঙিন চুল ভেঙে পড়ে যাওয়া এবং ফেটে যাওয়ার মতো সমস্যাও তৈরি হয়। চুলে সরাসরি সূর্যের কড়া আলো লাগলেও রঙ নষ্ট হয়। তাই কন্ডিশন এমন ব্যবহার করতে হবে, যাতে এসপিএফ উপাদান আছে।