সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

‘আর্থিক খাত ধ্বংসের কিনারায় নিয়েছে আ. লীগ’

আপডেট : ০৩ জুন ২০২৫, ১২:৫২ এএম

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি ও অপশাসনের মাধ্যমে এই খাতকে ধ্বংসের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভি এবং বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে একযোগে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে তিনি এমন দাবি করেন।

বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, ‘আর্থিক খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাটের ফলে খেলাপি ঋণের পরিমাণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। খেলাপি ঋণ পুনঃতফসিলের মাধ্যমে এর প্রকৃত চিত্র দীর্ঘদিন ধরে গোপন রাখা হয়েছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ঋণ শ্রেণিকরণ ও প্রভিশনিং পদ্ধতি চালু করায় খেলাপি ঋণের প্রকৃত চিত্র সামনে আসছে। ২০২৩ সালের জুন মাসে খেলাপি ঋণের হার ছিল ১০ দশমিক ১১ শতাংশ, যা ২০২৪ সালের ডিসেম্বরে বেড়ে ২০ দশমিক ২০ শতাংশে দাঁড়িয়েছে। এটি প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।’

তিনি বলেন, ‘গত ১৫ বছরে আর্থিক খাতে অপশাসনের কারণে ব্যাংকগুলো মূলধন ঘাটতি, তারল্য সংকট ও দেউলিয়াত্বের ঝুঁকিতে পড়েছে। ৫ আগস্ট, ২০২৪-এর রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাংকিং খাতের কাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা, সুশাসন প্রতিষ্ঠা এবং আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকার বেশকিছু গুরুত্বপূর্ণ সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ প্রণয়ন করা হয়েছে, যা আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে এবং ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোর সময়োপযোগী সমাধান প্রদান করবে।’

অর্থ উপদেষ্টা জানান, পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে জাতিসংঘের দুর্নীতি দমন কনভেনশন (ইউএনসিএসি) অনুসরণ করে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যক্রম পরিচালনা করছে।

তিনি জানান, সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে তিনটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এ ছাড়া, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দেশের সব জেলায় ১৩ সদস্যের মহানগর/জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং উপজেলা পর্যায়ে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তরুণ প্রজন্মের মধ্যে সততা ও নৈতিকতা জাগ্রত করতে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে ‘সততা সংঘ’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্নীতি প্রতিরোধে জনগণের সম্পৃক্ততা বাড়াতে সভা, সেমিনার, মানববন্ধন, র‌্যালি, পথনাটক ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বলেও জানান তিনি।

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আর্থিক খাতের সংস্কারের জন্য ১৯১ কোটি টাকা দুদকের জন্য বরাদ্দ রাখা হয়েছে, যার মধ্যে পরিচালন ব্যয় ১৭৮ কোটি ২৯ লাখ টাকা এবং উন্নয়ন ব্যয় ১২ কোটি ৭১ লাখ টাকা। এটি চলতি ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ২৭ কোটি ৩ লাখ ৭০ হাজার টাকা বেশি। এ ছাড়া, বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ (৬.৫ শতাংশে), জিডিপি প্রবৃদ্ধি (৫.৫ শতাংশ) এবং বাজেট ঘাটতি জিডিপির ৫ শতাংশের নিচে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাজেটের আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা পূর্ববর্তী বছরের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত