রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

এই দিনে

৫ জুন

আপডেট : ০৫ জুন ২০২৫, ১২:০১ এএম

বাঙালি শিক্ষাবিদ, প্রাবন্ধিক রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর জন্ম ১৮৬৪ সালের ২৪ আগস্ট ভারতের মুর্শিদাবাদে। স্থানীয় কান্দি ইংরেজি স্কুল থেকে প্রথম স্থান পেয়ে ১৮৮২ সালে তিনি এন্ট্রান্স পাস করেন। কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে দ্বিতীয় স্থান অধিকার করে এফএ উত্তীর্ণ হন ১৮৮৪ সালে। এরপর তিনি পদার্থবিদ্যা ও রসায়নে স্নাতক এবং শুধু পদার্থবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি নেন। দুটিতেই তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেছিলেন। ১৮৮৮ সালে তিনি প্রেমচাঁদ বৃত্তি লাভ করেন। ১৮৯২ সালে কলকাতার রিপন কলেজে বিজ্ঞানশাস্ত্রের অধ্যাপক নিযুক্ত হন। ১৯০৩ সালে এই কলেজের অধ্যক্ষের দায়িত্ব পান এবং আমৃত্যু এই পদে অধিষ্ঠিত ছিলেন। ‘বঙ্গীয় সাহিত্য পরিষৎ’ স্থাপনের অন্যতম উদ্যোক্তা ছিলেন তিনি। ১৯০৪ থেকে ১৯১১ সাল পর্যন্ত তিনি এ পরিষদের সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং ১৯১৯ সালে সভাপতি নির্বাচিত হন। ১৮৯৯-১৯০৩ ও ১৯১৭-১৮ সাল পর্যন্ত দুই মেয়াদে তিনি পরিষদের মুখপত্র ‘বঙ্গীয় সাহিত্য পরিষৎ পত্রিকা’ সম্পাদনা করেন। ভাষাতত্ত্ব, প্রাচ্য-প্রতীচ্য দর্শন, বিজ্ঞান, বেদবিদ্যা,  লোকসাহিত্য ইত্যাদি বিষয়ে তার অসাধারণ জ্ঞান ছিল। বিজ্ঞান ও দর্শনের জটিল তত্ত্বকে প্রাঞ্জল ভাষায় তিনি বিশ্লেষণ করেছেন। তার ‘প্রকৃতি’ বইয়ে বিজ্ঞানবিষয়ক প্রবন্ধ এবং ‘জিজ্ঞাসা’ বইয়ে দর্শনসংক্রান্ত প্রবন্ধ রয়েছে। তার প্রবন্ধ গ্রন্থের মধ্যে আরও আছে ‘চরিতকথা’, ‘কর্মকথা’, ‘বিচিত্রপ্রবন্ধ’, ‘শব্দকথা’, ‘যজ্ঞকথা’, ‘বিচিত্র জগৎ’ ইত্যাদি। সমাজ গঠনে তার লেখা বড় ভূমিকা পালন করেছে। জ্যোতিষশাস্ত্রের মতো বিভিন্ন অবৈজ্ঞানিক চিন্তাভাবনাকে বিজ্ঞানের সঙ্গে যুক্ত করার ঘোর বিরোধিতা করেছেন তিনি। ১৯১৯ সালের ৬ জুন রামেন্দ্রসুন্দর ত্রিবেদী মারা যান।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত