শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

অবশেষে চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

আপডেট : ০৫ জুন ২০২৫, ১২:৪৮ এএম

আহমেদাবাদের আলো ঝলমলে রাতে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। ১৮ বছরের দীর্ঘ অপেক্ষা, হাজারো স্বপ্নভঙ্গ আর অগণিত সমালোচনার মধ্যে অবশেষে সেই কাক্সিক্ষত আইপিএল শিরোপা। ক্যামেরা এক জায়গায় আটকে গেল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দুই কিংবদন্তি, বিরাট কোহলি আর এবি ডি ভিলিয়ার্স। একজনের চোখে অশ্রু, অন্যজনের মুখে গর্বিত হাসি। এ যেন ক্রিকেট-ঈশ্বরেরই সাজানো চিত্রনাট্য।

ভাঙা গলায় বিরাট কোহলি উপস্থাপক ম্যাথিউ হেইডেনকে বললেন, ‘এই জয়টা আমাদের দলের জন্য যেমন, ঠিক ততটাই আমাদের ফ্যানদের জন্যও। ১৮ বছর দীর্ঘ ১৮ বছর ধরে আমি চেষ্টা করেছি। আমার তারুণ্য, আমার স্বর্ণসময়, আমার অভিজ্ঞতা সব কিছু এই দলের জন্য দিয়েছি। প্রতিটা মৌসুমে স্বপ্ন দেখেছি। কখনো ভেঙে পড়িনি। আজ যখন শেষ বলটা হলো, নিজেকে ধরে রাখতে পারিনি।’

বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির হয়ে চার বছর আগে খেলা শেষ করেছেন এবি ডি ভিলিয়ার্স। তাকে নিয়ে কোহলি বলেন, ‘এবি ডি ভিলিয়ার্সের অবদান এই ফ্র্যাঞ্চাইজির জন্য অসীম।’ আমি ওকে বলেছি, ‘এই জয় তোমারও, আমাদেরই মতো করে। তুমি আমাদের সঙ্গে উদযাপন করো। এই ট্রফিতে তার স্পর্শ আছে, তার আবেগ আছে।’

মঙ্গলবারের ফাইনালে বেঙ্গালুরুর করা ১৯০ রানের জবাবে ১৮৪ রানে থামে পাঞ্জাব কিংসের ইনিংস। ৬ রানের জয়ে প্রথমবারের মতো শিরোপা স্বাদ পায় বেঙ্গালুরু। চার-ছক্কার আইপিএল জেতার পরও আগামী প্রজন্মকে টেস্টের প্রতি নিবেদিত হতে বলেন বিরাট, ‘এই শিরোপা জয় অবশ্যই আমার ক্রিকেট জীবনের সেরা মুহূর্তগুলোর মধ্যে একটি। তবু বলব, টেস্ট ক্রিকেট খেলার তুলনায় এই আইপিএল ট্রফি পাঁচ ধাপ পেছনে থাকবে। টেস্ট ক্রিকেটকে আমি এতটাই উঁচুতে রাখি, এতটা ভালোবাসি। তরুণদের বলব, নিজের সবটুকু উজার করে টেস্ট ক্রিকেট খেলে যাও। যদি তুমি চমকে দেওয়ার মতো কিছু করতে পার, তাহলে ক্রিকেট বিশ্ব কিংবদন্তিদের পাশে তোমাকে স্থান দেবে। মাঠ এবং মাঠের বাইরে হৃদয় জিতে নেবে।’

২০০৮ থেকে কোহলির আইপিএল যাত্রা শুরু। ২০১৪ সাল থেকে সেই যাত্রাপথের সঙ্গী হিসেবে পেয়েছেন আনুশকা শর্মাকে। বছরের পর বছর ধরে দুজনে মিলে যে দিনটার অপেক্ষা করছিলেন, আইপিএল শিরোপা জিতে পূরণ হলো স্বপ্ন। ম্যাচ শেষ হতেই আবেগে ভাসলেন দুজন। কেঁদে ফেললেন কোহলি। চোখ ছলছল করে উঠল আনুশকারও। তাকে নিয়ে কোহলি বলেন, ‘১১ বছর ধরে বেঙ্গালুরুকে সমর্থন করে যাচ্ছে। অনেক হতাশার সঙ্গী হয়েছে, একটুর জন্য আমাদের ট্রফি হাতছাড়া করতে দেখেছে। আনুশকা আমাকে ভেঙে পড়তে দেখেছে, সে যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, সেজন্য এখন ও গর্বিত হবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত