বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়

রায়পুরে ১২ পরিবহনকে জরিমানা

আপডেট : ১২ জুন ২০২৫, ১২:০৬ পিএম

ঈদের ছুটি শেষে লক্ষ্মীপুরের রায়পুরে বিভিন্ন রুটের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ২ বাস কাউন্টার ও ১০টি সিএনজিচালিত অটোরিকশাকে ২৪ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকালে রায়পুর চাঁদপুর সড়কে ও পৌর বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্বে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খান। তাকে সহযোগিতা করে পুলিশ ও সেনাবাহিনী।

1000004673

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খান বলেন, জোনাকী ও শাহী বাস কাউন্টারে টিকিটের মূল্য না লিখেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় ১৫ হাজার একই সঙ্গে রায়পুর চাঁদপুর সড়কে সিএনজিচালিত অটোরিকশা অতিরিক্ত ভাড়া আদায় করায় ৯ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়। এসব পরিবহন থেকে মোট ২৪ হাজার ৬শ টাকা জরিমানা আদায় করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত