শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

সমু চৌধুরীর কী হলো

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৬:৩৫ এএম

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুখী শাহ্ মিসকিন মাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে অস্বাভাবিক অবস্থায় পাওয়া যায় অভিনেতা সমু চৌধুরীকে। গাছতলায় মাদুর পেতে ঘুমিয়ে ছিলেন তিনি। পরনে ছিল শুধু একটি ছোট গামছা, পাশে একটি পানির বোতল ও পুতুল।

স্থানীয়রা প্রথমে বিষয়টি লক্ষ করলেও পরে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। মুহূর্তেই বিষয়টি ছড়িয়ে পরে ফেসবুকে। অনেকেই ধারণা করেন এটি কোনো নাটক বা চলচ্চিত্রের শুটিং। তবে স্থানীয় বাসিন্দারা নিশ্চিত করেন, এটি কোনো অভিনয়ের অংশ নয় এবং অভিনেতা মানসিকভাবে সুস্থ অবস্থায় ছিলেন না।

একজন স্থানীয় নারী জানান, গত বুধবার রাতে সমু চৌধুরী আরও কয়েকজনের সঙ্গে মাজারে আসেন। বাকিরা চলে গেলেও তিনি রয়ে যান এবং সেখানেই ঘুমিয়ে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই উদ্বেগ প্রকাশ করেন এবং অনেকে অভিনেতার মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন তোলেন।

বিষয়টি জানতে পেরে দ্রুত পদক্ষেপ নেয় অভিনয় শিল্পী সংঘ। সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন গণমাধ্যমকে বলেন, ‘ঘটনাটি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে স্থানীয় পরিচিতদের পাঠাই। সত্যতা জানার পর গফরগাঁও উপজেলার পাগলা থানার সাহায্যে সমু ভাইকে নিরাপদ স্থানে রাখা হয়েছে। এর মধ্যে আমাদের সংঘ থেকে একটা টিম রওনা হয়েছে। এরপর ওনার শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকের পরামর্শ নিয়ে যত দ্রুত সম্ভব আমরা ঢাকায় নিয়ে আসব। বর্তমানে সমু চৌধুরী গফরগাঁওয়ের পাগলা থানায় রয়েছেন। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত