শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

সালমান খানের অনুষ্ঠান বাতিল

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৬:৩৬ এএম

ভারতের গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। যাত্রী ও ক্রু মিলিয়ে উড়োজাহাজে থাকা ২৪২ জনই নিহত হয়েছেন এমন আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন বলিউডের বহু তারকা। বলিউড সুপারস্টার সালমান খানও এ ঘটনায় নিলেন বড় সিদ্ধান্ত।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাইয়ে একটি নামকরা ব্র্যান্ডের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল সালমান খানের। তবে আহমেদাবাদের এ দুর্ঘটনার পর শোকাহত সালমান ওই অনুষ্ঠান বাতিল করেছেন। তাই অনুষ্ঠানটিও বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা।

অনুষ্ঠানের আয়োজকের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। আমরা এই মুহূর্তে দেশের সঙ্গে রয়েছি।’ তবে সালমানের তরফ থেকে এখনো কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।

অক্ষয় কুমার, সানি দেওল, জাহ্নবী কাপুর, পরিণীতি চোপড়া, রিতেশ দেশমুখসহ বলিউডের অনেকেই এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন।

এআই-১৭১ নম্বরের এই বিমানটি স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে ছেড়ে যায়। ওড়ার কিছুক্ষণের মধ্যেই লোকালয়ের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। এরপর তাতে আগুন ধরে যায়। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত