বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

‘ইহরাম নিম বাথিং বার’-এর মোড়ক উন্মোচন

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৬:৪২ এএম

হামদর্দ বাংলাদেশের প্রধান কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘ইহরাম নিম বাথিং বার’-এর আকর্ষণীয় নতুন মোড়ক উন্মোচন অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। এতে সভাপতিত্ব করেন হামদর্দের সিনিয়র পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন, মার্কেটিং অ্যান্ড সেলস) অধ্যাপক হাকিম কামরুন নাহার পলিন।

প্রধান অতিথির বক্তব্যে ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, ‘প্রতিষ্ঠান দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে, যা আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল। আমি হামদর্দ পরিবারের সদস্যদের প্রতি আহ্বান জানাই, আপনারা নিজে ও পরিবারের জন্য হামদর্দের ওষুধ ও পণ্য ব্যবহার করুন। এটি শুধু স্বাস্থ্যরক্ষাই নয়, প্রতিষ্ঠানের প্রতি আস্থারও প্রতিফলন।’

সভাপতির বক্তব্যে অধ্যাপক হাকিম কামরুন নাহার পলিন বলেন, “হামদর্দ সবসময় প্রাকৃতিক ও কার্যকর পণ্য নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। আজ যে ‘ইহরাম নিম বাথিং বার’-এর মোড়ক উদ্বোধন হলো, তা এমন একটি স্বাস্থ্যবান্ধব পণ্য, যা জীবাণুনাশক ও ত্বক-সুরক্ষার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হামদর্দের পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হামদর্দ ফাউন্ডেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আনোয়ার, পরিচালক প্রশাসন আবদুল মজিদ, উপপরিচালক প্রশাসন ও পরিচালক প্রটোকল অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স (অ. দা) মিজানুর রহমান, উপপরিচালক ফাউন্ডেশন আবদুল হক, উপপরিচালক মার্কেটিং ডা. তৈমুর চৌধুরী, উপপরিচালক বিজনেস ডেভেলপমেন্ট আবু জাফর সাদেকসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।

অনুষ্ঠানে আকর্ষণীয় নতুন মোড়কে উপস্থাপিত ‘ইহরাম নিম বাথিং বার’-এর কার্যকারিতা, প্রাকৃতিক উপাদান ও সংবেদনশীল ত্বকের ভূমিকা নিয়ে বিশদভাবে আলোচনা হয়। নিম তৈল ও ভিটামিন ‘ই’-সমৃদ্ধ এ সাবান ত্বককে জীবাণুমুক্ত, সতেজ ও সুগন্ধময় রাখে; এটি চুলকানি, ফুসকুড়ি, ঘাম ও অন্যান্য ত্বকজনিত সমস্যায় বিশেষ কার্যকর। হামদর্দের এ উদ্ভাবন স্বাস্থ্য সচেতনতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে উপস্থিত সবাই আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত