রাজধানীর খিলগাঁও এলাকায় মায়ের সঙ্গে অভিমানের জেরে আত্মঘাতী হয়েছেন এক কলেজছাত্র। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সিপাহীবাগ ভূঁইয়াপাড়ার একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দেন সীমান্ত (২৪) নামের ওই যুবক।
ঘটনার সময় তিনি নিজ ঘরে ছিলেন। পরে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সীমান্ত মিরপুর কমার্স কলেজের বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার পৈতৃক বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বালুরটেক গ্রামে। বাবার নাম মো. মিরাজ।
ঢাকা মেডিকেলে এসে তার মা সাহেরা খাতুন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সীমান্ত কিছু টাকা চেয়েছিলেন বাজার করার জন্য। কিন্তু তিনি তা দিতে না পারায় দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এরপর সীমান্ত রাগ করে নিজের রুমে চলে যান এবং দরজা বন্ধ করে দেন।
মা সাহেরা খাতুন বলেন, কিছুক্ষণ পর রুম থেকে শব্দ শুনে সন্দেহ হলে ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে দেখতে পান, ছেলেকে ফ্যানের সঙ্গে বৈদ্যুতিক তার পেঁচিয়ে ঝুলতে। সঙ্গে সঙ্গে তাকে নিচে নামিয়ে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করছে খিলগাঁও থানা পুলিশ।