বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

রায়পুরে জমি নিয়ে বিরোধ হামলায় নারীসহ আহত ৫

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৬:২৭ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে জমির বিরোধ ও টাকা পাওনা নিয়ে হামলা, বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় নারীসহ ৫ জন মারাত্মক আহত হয়েছেন। 

শুক্রবার (১৩ জুন) উপজেলার উত্তর চরবংশী ইউপির কুচিয়ামারা এলাকার মোল্লা বাড়িতে এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও রায়পুরের সহকারী পুলিশ সুপার জামিলুল হকের নেতৃত্বে পুলিশ ও সেনা সদস্যরা পরিদর্শন করেছেন। 

আহত ক্ষতিগ্রস্থ জুয়েল গাজি জানান, তাদের মা খুরশিদা বেগম (৬০) প্রায় ৫-৬ বছর আগে স্বজন সাইফুল গাজিসহ কয়েকজনের কাছ থেকে ৩০০০ টাকা ধার নেন। কৌশল করে টাকার বিনিময়ে জমি দেওয়া হয়েছে বলে ননজুডিশিয়াল সাদা স্ট্যাম্পে খুরশিদা বেগমের দস্তখত নেয় সাইফুল গাজিসহ তার ২-৩ ভাই ও পরিবারের লোকজন। এ ঘটনায় এক বছর আগে একবার সংঘর্ষ এবং আদালতে মামলাও হয়েছিলো। পরে আদালত বৃদ্ধ খুরশিদা বেগমের পক্ষে রায় দিয়েছেন। 

জানা যায়, আজ শুক্রবার সকাল ১১টায় (১৩ জুন) বৃদ্ধ খুরশিদার পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদ করতে যায় সাইফুল গাজির লোকজন। পরে বাধা দিলে বৃদ্ধ আবদুল মান্নান মোল্লা, খুরশিদা বেগম, জুয়েল মোল্লা ও আমেনা বেগমকে বেদম মারধর, বসতঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করে চলে যায় প্রতিপক্ষ সাইফুল গাজি, তসলিম গাজি ও আবুল গাজিসহ তাদের পরিবার। এ সময় রায়পুর থেকে ১২ কিলোমিটার দূরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই জুয়েল মোল্লার বসতঘরসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয়রা জুয়েল মোল্লাসহ আহতদের উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে চিকিৎসা দিয়েছেন। 

অভিযুক্ত জোতদার সাইফুল গাজিসহ তাদের পক্ষের লোকজন জানান, গত ৫ বছর আগে খুরশিদা বেগম জমি বিক্রি করেন। তা রেজিস্ট্রি না দিয়ে টালবাহানা করেন। খুরশিদা বেগমকে জমির বিষয়ে জানতে গেলে তার ছেলেরা আমাদের উপর হামলা করেছে।। 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, দুই পক্ষের জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা শুনেই ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে। কোন পক্ষের লোক আটক হয়নি এবং এখনো মামলা করেনি। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত