নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া তমরদ্দি বাজারে বিএনপির এক পক্ষের ওপর ফের অন্য পক্ষের হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার রাত ১টায় তমরদ্দি বাজারে এই হামলার ঘটনা ঘটে। আহত পাঁচজন হলো সোহেল উদ্দিন (৩০), রুবেল (২৫), মো. রনি (২৬), এরশাদ (৩৫), পয়েল (২৫)। এরা সবাই ইউনিয়ন বিএনপির সভাপতি তানভির হায়দারের কর্মী সমর্থক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার রাতে তমরদ্দি বাজারে বসে চা দোকানে আড্ডা দিচ্ছিলেন তানভীর গ্রুপের কয়েকজন বিএনপি সমর্থক। এ সময় হামলাকারীদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে পাঁচজনকে।
এই বিষয়ে বিএনপির সাবেক সভাপতি তানভির হায়দার বলেন, গত মঙ্গলবার ইউনিয়ন বিএনপির ঈদপূর্ণমিলনীতে অংশগ্রহণের পথে হামলায় বিএনপির প্রায় ৩৫ কর্মীকে আহত করা হয়। এই ঘটনায় দুটি মামলা করা হলেও কোনো আসামিকে এখনো গ্রেপ্তার করা হয়নি। হামলাকারীরা সবাই উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবিরের লোক বলে অভিযোগ করেন তিনি।
আলমগীর কবির জানায়, হামলাকারীদের সঙ্গে তার কোনো নেতাকর্মী জড়িত ছিল না। তার বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
এই বিষয়ে হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম বলেন, রাতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আসামিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।