বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

পৃথক ছিনতাইয়ে দুজনকে কুপিয়ে আহত

আপডেট : ১৪ জুন ২০২৫, ০৩:৪৪ এএম

বগুড়ায় চাকরির প্রলোভনে দেখিয়ে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সারিয়াকান্দি উপজেলার জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সমন্বয়ক সাহীফুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে। ভুক্তভোগী আব্দুল মান্নান আদালতের মাধ্যমে আইনি লিগ্যাল নোটিস পাঠিয়ে টাকা চাওয়ায় হুমকি ও নিরাপত্তার শঙ্কায় রয়েছেন। গত বৃহস্পতিবার সারিয়াকান্দি থানা ও সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানা গেছে।

অভিযুক্ত সাহীফুল ইসলাম বুলবুল উপজেলার নারচীর চর গোদাগাড়ী এলাকার বাসিন্দা ও এনসিপির সারিয়াকান্দি উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী। অন্যদিকে ভুক্তভোগী আব্দুল মান্নান একই উপজেলা হাটফুলবাড়ী এলাকার ফুলবাড়ী দক্ষিণ পাড়ার বাসিন্দা।

সারিয়াকান্দি থানা ও সেনা ক্যাম্পে করা অভিযোগে বলা হয়, কয়েক মাস আগে চাকরির প্রলোভনে আব্দুল মান্নানের কাছ থেকে ৭ লাখ টাকা নেন এনসিপি নেতা বুলবুল। চাকরি না হলে এক সপ্তাহের মধ্যে ফেরত দেওয়ার শর্তে তিনি জমি ও গরু বিক্রি করে টাকা দেন। চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে একটি ব্যাংক চেক দেন এনসিপি নেতা। ব্যাংকে যাওয়ার পর চেক ডিজঅনার হলে বগুড়ার আদালতে অর্থ আত্মসাৎ (প্রতারণা) মামলা হয়। এতে ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নিতে বাদীকে হুমকি দিচ্ছেন বুলবুল।

ভুক্তভোগী আব্দুল মান্নান অভিযোগ করেন, মামলা করার কারণে তিনি নিরাপত্তা শঙ্কায় আছেন। বুলবুল এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক হওয়ায় প্রশাসন নাকি কিছুই করতে পারবে না। মামলা তুলে না নিলে বড় ধরনের ক্ষতি করার হুমকি দিয়েছেন।

এদিকে থানা এবং সেনাবাহিনীর কাছে দেওয়া অভিযোগের সঙ্গে লিগ্যাল নোটিসে তথ্য গরমিল ঘিরে নানা প্রশ্ন উঠেছে। নোটিসে চাকরি নয়, ব্যবসায়িক লেনদেনের কথা উল্লেখ করেন মান্নানের আইনজীবী মো. মাসুদ রানা-২। বলা হয়, বুলবুলের সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক ছিল। ৭ লাখ টাকা লেনদেন সংক্রান্তে চেক ডিজঅনার হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত