মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে লাল মোল্যা (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় ওই মোটরসাইকেলের অন্য আরোহী ফুল মিয়া বাবুর্চি (৪৫) গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে মাগুরা সদরের মাগুরা-নড়াইল সড়কের ধলহরা ঝাঙ্গালপাড়া এলাকায় দুটি মোটরসাইকেলের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। লাল মোল্যা ধলহরা ঝাঙ্গালপাড়া এলাকার মৃত দলিল উদ্দিন মোল্যার ছেলে। আহত ফুল মিয়াকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত লাল মোল্যার ভাতিজা বাছেদ মোল্যা বলেন, চাচা লাল মোল্যার নিজ বাড়িতে পুতা ছেলের (ছেলের ছেলে) আকিকার অনুষ্ঠান ছিল। দুপুরে আকিকার খাওয়া পর্ব শেষে বিকেল ৩টার দিকে অনুষ্ঠানের রাঁধুনি বাবুর্চি ফুল মিয়াকে মোটরসাইকেলে করে মাগুরা শহরে পৌঁছে দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। তাদের মোটরসাইকেল বাড়ির কাছেই মাগুরা-নড়াইল সড়কের ধলহরা ঝাঙ্গালপাড়া এলাকায় মূল সড়কে উঠতে গেলে শত্রুজিতপুর এলাকা থেকে মাগুরামুখী একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এ সময় তারা রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক চাচা লাল মোল্যাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা রামনগর হাইওয়ে সড়কের ওসি সিদ্ধার্থ সাহা বলেন, মরদেহ মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের অস্থায়ী লাশঘরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত : নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় আলী আকবর (৬৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার উচিৎপুরা-রামচন্দ্রদী সড়কের গহরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী আকবর উচিৎপুরা গ্রামের মৃত ইসমাইলের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আলী আকবর মাছের ব্যবসা করতেন। ঘটনার সময় ভোরে মাছ আনার জন্য তিনি দুই ছেলেকে সঙ্গে নিয়ে একটি নছিমন দিয়ে ভুলতার উদ্দেশে রওনা দেন। কিছুক্ষণ আসার পর গহরদী এলাকায় এলে চালক নিয়ন্ত্রণ হারালে নছিমনটি রাস্তার পাশে পড়ে যায়। এতে আলী আকবর গাাড়র নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুমন দাস জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার শরীরে কোনো আঘাত ছিল না। চাপা পড়ে তিনি মারা যান। আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।