রাজধানীর উত্তরায় নগদের ডিস্ট্রিবিউটরের প্রতিনিধিদের কাছ থেকে বড় অংকের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ জুন) সকাল ৯ টায় উত্তরার ১৩ নং সেক্টরের রোড নং ১২ এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের ভাষ্যমতে, ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে একটি কালো মাইক্রোবাসে করে আসা একদল ব্যক্তি নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে তাদের পথরোধ করে এবং টাকা ভর্তি ব্যাগসহ তাদের গাড়িতে তুলে নেয়।
ঘটনার পর ছিনতাইকারীরা নগদের প্রতিনিধিদের উত্তরা ১৭ নম্বর সেক্টরে ফেলে রেখে চলে যায়। ছিনতাই হওয়া অর্থের পরিমাণ নিশ্চিতভাবে জানা না গেলেও, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি কোটি টাকার অধিক।
পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে। আইন-শৃঙ্খলা বাহিনী বলেছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রকৃত ঘটনার অনুসন্ধানে কাজ চলছে।
নগদের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিয়ম অনুযায়ী প্রতিদিনের কালেকশন নির্ধারিত ব্যাংকে জমা দিতে প্রতিনিধি দল রওনা দিয়েছিল। এ সময় তারা অস্ত্রের মুখে জিম্মি করে ঐ প্রতিনিধিদের গাড়িতে তুলে পরে তাদের কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়।