জয়পুরহাটের আক্কেলপুরে সড়ক দুর্ঘটনায় হোসেন আলী (৩৮) নামে একজন নিহত হয়েছেন। সোমবার (১৬ জুন) বিকেল তিনটার দিকে আক্কেলপুর-জয়পুরহাট সড়কের পূর্ব মাতাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোসেন আলী যশোহর জেলার বাসিন্দা। তিনি উপজেলা শিক্ষা অফিসে ‘অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদে কর্মরত ছিলেন।
জানা যায়, নিহত হোসেন আলী দাপ্তরিক কাজে মোটরসাইকেল চালিয়ে জেলা শিক্ষা অফিসে যাচ্ছিলেন। পূর্ব মাতাপুর (ভালকির ব্রিজ) নামক স্থানে সড়কের উপরে থাকা খরের গাদায় চাকায় পিছলে মোটরসাইকেলটি সড়কের পাশে একটি গাছে ধাক্কা লাগে। এতে হোসেন আলীর মাথায় প্রচন্ড আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে যায়। এরপর অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ‘এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন।’