ঢাকার কারওয়ান বাজারের তরমুজ বিক্রেতা রনি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচিত একটি নাম। ‘ওই কীরে কী, মধু, মধু.... রসমালাই’, মূলত তরমুজ বিক্রি করতে গিয়ে তিনি যে হাঁকডাক দিতেন, সেটাই কন্টেন্ট ক্রিয়েটররা লুফে নিয়েছেন। ফলে তার হাঁকডাকের সংলাপগুলো ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে। গণমাধ্যমের মাল্টিমিডিয়া সাংবাদিকরা ভিড় শুরু করেন।
টেলিভিশন গণমাধ্যমের কর্মীরাও রনির সাক্ষাৎকার প্রচার করেন। এরপর রনি সামাজিক দুনিয়ায় এক আলোচিত নাম হয়ে ওঠেন। তাকে দিয়ে বিভিন্ন মোবাইল শপের প্রচারণাও শুরু করা হয়। দোকান উদ্বোধনেও রনিকে নেওয়া শুরু হয়। তবে এ সবের বাইরে রনি শুরু করেছেন অভিনয়। ইউটিউব প্ল্যাটফর্মের জন্য বানানো ছোট ছোট নাটকে অভিনয় শুরু করেছেন রনি। সম্প্রতি একটি নাটকে রিকশাওয়ালার চরিত্রে অভিনয় করেছেন এই ভাইরাল ব্যক্তি। অভিনয় প্রসঙ্গে তিনি বললেন, ‘আসলে সবই আল্লাহর ইচ্ছায় হইছে। অভিনয় শুরু করলাম। দেখি পারি কি না। প্রথমে রিকশাওয়ালার চরিত্রে অভিনয় করছি।’ চলচ্চিত্রে অভিনয় করবেন কি না, এমন প্রশ্নের জবাবে রনি বললেন, ‘আমি তো জানি না। আল্লাহ যদি আমার কপালে রাখে তাইলে করমু। তয় আমি কখনোই ভাবি নাই অভিনয় করমু, আল্লাহ চাইছে বলেই আমি আজ অভিনয়ে। আমার খুব ভালো লাগতাছে।’ এদিকে রনি অভিনয় শুরু করলেও তার মৌসুমি ব্যবসা ছাড়েননি। বর্তমানে তিনি কারওয়ান বাজারে লিচু বিক্রি করছেন। লিচু বিক্রি করতে গিয়েও তিনি নতুন নতুন সংলাপ দিচ্ছেন।