সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

এখন স্মার্টফোন বাজারে শীর্ষে অ্যাপল

আপডেট : ১৭ জুন ২০২৫, ১২:২০ এএম

সুদিনে ফিরল অ্যাপল। কয়েক মাস ধরে বিক্রি কমে যাওয়ার পর এ বছরের মে মাসে চীনে যত স্মার্টফোন বিক্রি হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোন অ্যাপলের আইফোন।

প্রযুক্তিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ-এর তথ্য অনুসারে, এপ্রিল ও মে মাসে গোটা বিশ্বের আইফোন বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১৫ শতাংশ, যা কোভিড-১৯ মহামারীর পর দুই মাস মেয়াদে অ্যাপলের সবচেয়ে ভালো বিক্রির রেকর্ড। কাউন্টারপয়েন্ট রিসার্চ-এর প্রাথমিক তথ্য বলছে, অ্যাপলের আইফোন বিক্রির সবচেয়ে বড় দুটি বাজার চীন ও যুক্তরাষ্ট্রে বিক্রি আবারও বাড়তে শুরু করায় বৈশ্বিক আইফোন বিক্রি বেড়েছে কোম্পানিটির। এ দুই দেশের গ্রাহকরাই বর্তমানে আইফোন বেশি কিনছে।

গবেষণা প্রতিষ্ঠানটি আরও বলেছে, অ্যাপলের বিক্রি কিছুটা বেড়েছে মূলত এমন ক্রেতাদের কারণে, যারা শুল্ক এড়িয়ে আইফোন কেনা অব্যাহত রেখেছে। পাশাপাশি জাপান, ভারত ও মধ্যপ্রাচ্যের বাজারেও বেড়েছে আইফোনের বিক্রি। কাউন্টার পয়েন্ট-এর সিনিয়র বিশ্লেষক ইভান ল্যাম বলেছেন, ‘দ্বিতীয় প্রান্তিকে আইফোনের বিক্রি এখন পর্যন্ত ভালো। তবে সব সময়ের মতোই চূড়ান্ত ফলাফল মূলত চীন ও আমেরিকার বাজার পরিস্থিতির ওপরই নির্ভর করবে।’

সরকার অনুমোদিত ‘চায়না একাডেমি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি’ বা সিএআইটিসিটি-এর তথ্য বলছে, এ বছরের এপ্রিল মাসে চীনে বিদেশি ব্র্যান্ডের স্মার্টফোনের চালান বেড়ে দাঁড়িয়েছে ৩৫ লাখ ২০ হাজার ইউনিট, যা ২০২৪ সালের এপ্রিলের ৩৫ লাখ ইউনিট থেকে সামান্য বেশি। হুয়াওয়ে ও শাওমির মতো চীনের স্থানীয় বিভিন্ন মোবাইল কোম্পানির কাছ থেকে বাড়তি প্রতিযোগিতার মুখে পড়তে হয়েছে অ্যাপলকে। এই প্রতিযোগিতায় টিকে থাকতে অ্যাপলকে পণ্যের দামও কমাতে হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

মে মাসে অ্যাপলের নতুন আইফোন ১৬-এর বিভিন্ন মডেলের ফোনের ওপর সর্বোচ্চ ২৫৩০ ইউয়ান বা প্রায় ৩৫১ ডলার পর্যন্ত ছাড় দিচ্ছিল চীনের বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম, যাতে মানুষ বেশি করে ফোন কেনেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত