রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

কিয়েভসহ একাধিক শহরে রুশ হামলায় নিহত ১৫

আপডেট : ১৮ জুন ২০২৫, ১২:০১ এএম

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ একাধিক শহরে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্র্তৃপক্ষ জানিয়েছে, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত রাশিয়া ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এ হামলায় যুক্তরাষ্ট্রের এক নাগরিকসহ অন্তত ১৫ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে। বিবিসি জানিয়েছে, কিয়েভে রুশ হামলা চলেছে টানা ৯ ঘণ্টারও বেশি সময় ধরে। শহরটির আতঙ্কিত বাসিন্দারা মধ্যরাতের আগেই ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে চলে যান। ইউক্রেনীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, একসঙ্গে প্রায় ৪৪০টি ড্রোন ও ৩২টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে একটি ড্রোন শহরের একটি নয়তলা অ্যাপার্টমেন্ট ভবনে আছড়ে পড়ে, ধ্বংস হয়ে যায় অন্তত ৪০টি ফ্ল্যাট। এ আক্রমণকে যুদ্ধ শুরুর পর কিয়েভের ওপর রাশিয়ার অন্যতম বৃহত্তম ও দীর্ঘস্থায়ী হামলা হিসেবে বর্ণনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, এটি ছিল সবচেয়ে ভয়ংকর হামলাগুলোর একটি। এটি নিখাদ সন্ত্রাস। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, নিহতদের মধ্যে ৬২ বছর বয়সী একজন যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সলোমিয়ানস্কি জেলায় ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি বলেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে বল বিয়ারিংভর্তি ক্লাস্টার বোমা ব্যবহার করেছে। এর ফলে সর্বোচ্চ প্রাণহানি ঘটেছে। ইউক্রেনের সংসদ সদস্য লেসিয়া ভাসিলেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, একটা দুঃস্বপ্নের মধ্যেই ঘুম ভাঙল। ভবন ধসে পড়েছে, মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লিমেঙ্কো জানান, আবাসিক ভবন ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা হয়েছে। বোমার শব্দে কেঁপে ওঠে গোটা শহর। ইউক্রেনের মোবাইল বিমান প্রতিরক্ষা ইউনিটের গুলির আওয়াজে আকাশভর্তি হয়ে যায়। সকালেও হামলার আশঙ্কায় উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হয়। শহরের ২৭টি জেলার ওপর হামলা হয়েছে বলে জানিয়েছে কর্র্তৃপক্ষ। ওডেসা শহরে রাশিয়ার ড্রোন হামলায় একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। জবাবে ইউক্রেনও পাল্টা হামলা চালিয়েছে।

এদিকে রাশিয়া দাবি করেছে, তারা ইউক্রেনীয় বাহিনীর একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে; যা দোনেৎস্কের রাশিয়া-নিয়ন্ত্রিত এলাকায় চালানো হয়েছিল। রাশিয়ার বার্তা সংস্থাগুলোর মতে, এক রাতেই রাশিয়ার নয়টি অঞ্চলে ১৪৭টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে নামানো হয়েছে। জেলেনস্কি বর্তমানে কানাডায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে রয়েছেন। সেখান থেকে তিনি বলেন, এটা সন্ত্রাসের স্পষ্ট উদাহরণ। যখন বিশ্বের প্রভাবশালীরা চোখ বন্ধ করে রাখে, তখন এমনটাই ঘটে। জি-৭ সম্মেলনের ফাঁকে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আশা করলেও, মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ট্রাম্প তার সফর সংক্ষিপ্ত করেছেন। এ সিদ্ধান্ত ইউক্রেনের জন্য কূটনৈতিকভাবে ধাক্কা বলেই মনে করা হচ্ছে। তবে যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো মঙ্গলবার রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করতে যাচ্ছে বলে জানা গেছে। এর মাধ্যমে ইউক্রেনের প্রতি সমর্থন ও মস্কোর ওপর চাপ বজায় রাখার বার্তা দেওয়া হচ্ছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনে আকাশপথে হামলা জোরদার করেছে রাশিয়া। তারা এখন বড় বড় ড্রোন ও বিভ্রান্তিকর লক্ষ্যবস্তু (ডিকয়) একসঙ্গে পাঠাচ্ছে, যাতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিপর্যস্ত করা যায়, এটাই তাদের নতুন কৌশল।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত