হোয়াটসঅ্যাপের ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচারের মাধ্যমে ব্যক্তিগত কিংবা গুরুত্বপূর্ণ কোনো তথ্য ডিলিট হয়ে গেলে নির্দিষ্ট কিছু উপায়ে অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীরা ডিলিট করা মেসেজ দেখতে পারেন।
ডিলিট মেসেজ দেখার উপায়
অ্যান্ড্রয়েড থেকে ডিলিট করা হোয়াটসঅ্যাপ মেসেজ দেখার উপায়
নোটিফিকেশন হিস্ট্রি ব্যবহার করে মেসেজ দেখা
অ্যান্ড্রয়েড ১১ বা তার পরের সংস্করণে থাকা ‘নোটিফিকেশন হিস্ট্রি’ ফিচারটি হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অ্যাপের সব নোটিফিকেশন সংরক্ষণ করে। ডিলিট করা মেসেজও যদি আপনার নোটিফিকেশন বার এ দেখানো হয়ে থাকে, তবে তা এখান থেকেই পাওয়া সম্ভব। ফিচার চালু করতে ফোনের সেটিংসে যান। নোটিফিকেশন> অ্যাডভান্সড সেটিংস> নোটিফিকেশন হিস্ট্রিতে গিয়ে ফিচারটি চালু করুন। এরপর সেটিংস>নোটিফিকেশন> নোটিফিকেশন হিস্ট্রিতে গিয়ে মেসেজগুলো স্ক্রল করে দেখুন। তবে মিউট করা চ্যাট বা যেসব মেসেজের নোটিফিকেশন আসেনি, সেগুলো দেখা যাবে না।