প্রখ্যাত সুরস্রষ্টা আজাদ রহমানের তিন কন্যা রুমানা, রোজানা ও নাফিসা। গত রবিবার সিডনি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ব্রায়ান ব্রাউন থিয়েটারে হয়ে গেল আজাদ বোনদের সংগীতসন্ধ্যা ‘অ্যান ইভনিং অব বাংলা হারমনি’। অনুষ্ঠানটির আয়োজন করে সংস্কৃতিকেন্দ্র অস্ট্রেলিয়া।
শুরুতেই রাগ মিয়াঁ কি মালহারে তারা পরিবেশন করেন তাদের বাবার সুরারোপিত ‘নাচে মেঘমালা’। এরপর একে একে গেয়ে শোনান শাহনাজ রহমতুল্লাহ, ফিরোজা বেগম, আব্দুল লতিফ, হাছন রাজা ও লালন শাহর গান। পরের পরিবেশনাগুলো যেন ছিল শেকড়ে ফিরে যাওয়া প্রয়াস। তাদের কণ্ঠে দ্বিজেন্দ্রলাল রায়ের গান ‘আমরা মলয় বাতাসে’ যেন পায় নতুন ব্যঞ্জনা।
সন্ধ্যা আরও আবেগময় হয়ে ওঠে যখন তারা গেয়ে ওঠেন তাদের মা কণ্ঠশিল্পী সেলিনা আজাদের গান ‘মনের রঙে রাঙাবো’ ও ‘তুমি হলে তুমি’। এদিনের পরিবেশনায় তবলায় অভিজিৎ দাশ, গিটারে সোহেল খান, কিবোর্ডে রুশনান জামান, কাহনে রাজদীপ রায় এবং শব্দ নিয়ন্ত্রণে হাফিজ সাদউল্লাহ যোগ্য সংগত দেন।