অরিজিৎ সিং মানেই গানের মায়া, আবেগ আর মানুষের ভিড়। তার গলা ছুঁয়ে যায় হৃদয়ের খুব কাছ দিয়ে। কখনো আনন্দ, কখনো চোখ ভেজানো বিষাদ সবটাই ধরা থাকে তার গানে।
বিশ্ব জোড়া খ্যাতি, কোটি ভক্ত, অথচ মানুষটা একেবারেই নিঃশব্দ। মুম্বাইয়ের জৌলুস ছেড়ে এখনো থাকেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে, পরিবার নিয়ে।
সাফল্য ও অর্থ মানুষকে বদলে দেয় এটাই দস্তুর। কিন্তু অরিজিৎ ব্যতিক্রম। বিলাসিতা থেকে শতহস্ত দূরে থেকেও তিনিই আজ ভারতের সবচেয়ে জনপ্রিয় গায়ক। স্পটিফাইতে বিশে^র তারকাদের টপকে তিনিই হয়েছিলেন সবচেয়ে বেশি ফলোয়ারের গায়ক প্রায় ১৪০ মিলিয়নের কাছাকাছি অনুসারী।
এবার শোনা যাচ্ছে, পারিশ্রমিকেও তিনিই শীর্ষে। মাত্র ২ ঘণ্টার শোয়ের জন্য নিচ্ছেন ১৪ কোটি টাকা! খুব শিগগিরই ইউরোপ সফরে যাচ্ছেন অরিজিৎ। গাইবেন ব্রিটেনের বিখ্যাত টোটেনহাম হটসপুর স্টেডিয়ামে। ২০২৪ সালে ব্রিটেনে শো করতে গিয়ে এড শিরানের সঙ্গে গান গেয়েছিলেন, তারপর তাকে নিয়ে গিয়েছিলেন নিজের বাড়িতে। দুজনে মিলে একসঙ্গে একটি গানও করেছেন।
অরিজিৎয়ের আছে বিলাসবহুল ফ্ল্যাট, দামি গাড়ি প্রায় ৩ কোটি টাকার। তবু রাস্তায় দেখা যায় স্কুটিতে ঘুরতে, সাধারণ পোশাকে। গানের মতোই জীবনেও তিনি নিঃশব্দ। আলো নয়, মানুষের ভালোবাসাতেই বাঁচতে চান। এইটুকুই যেন তার সবচেয়ে বড় সাফল্য।