বাজারজাত তরল ব্যবহার করেও জানালার কাচ থেকে অনেক সময় ময়লা পরিষ্কার করা কঠিন হয়ে দাঁড়ায়। বাড়িতে আছে এমন সহজ জিনিস দিয়ে এই কাচ পরিষ্কার করতে পারেন। বাড়ির জানালায় কাচ থাকলে, নিয়মিত পরিষ্কার করতে হয়। অন্যথায় সময়ের সঙ্গে জানালার ফ্রেমে কাচের গায়ে ময়লার আস্তরণ পুরু হতে শুরু করে। কিন্তু জানালার পুরনো কাচ চকচকে রাখা কখনো কখনো কঠিন হয়ে পড়ে। বাজারে কাচ পরিষ্কার করার জন্য নানা তরল সহজলভ্য। কিন্তু তার মধ্যে ক্ষতিকারক রাসায়নিকের পরিমাণও বেশি থাকে। অথচ তার পরও কাচে পুরনো দাগ রয়ে যায়। বাড়িতে সহজলভ্য এবং ব্যবহৃত জিনিস দিয়েই মুশকিল আসান হতে পারে।
কী কী প্রয়োজন
বাড়িতে কাচ পরিষ্কার করার জন্য একটি তরল মিশ্রণ তৈরি করে নেওয়া যেতে পারে। এর মধ্যে রাসায়নিক থাকে না। মিশ্রণটি তৈরির জন্য প্রয়োজন পানি এবং ১০ থেকে ১৫টি ব্যবহৃত টি-ব্যাগ বা সমপরিমাণ ব্যবহৃত চায়ের পাতা। এ ছাড়াও চাই পানি এবং বাজার থেকে কেনা কোনো একটি কাচ মোছার তরল।
মিশ্রণ তৈরির পদ্ধতি
একটি পাত্রে ৩০০ মিলিলিটার পানি টি ব্যাগ বা চা পাতা মিশিয়ে নিন। তার পর হালকা আঁচে গরম করে নিন। লিকার বেরিয়ে এলে গ্যাস বন্ধ করে দিন। মিশ্রণটি ঠা-া হলে তার মধ্যে ৫০ মিলিলিটার কাচ পরিষ্কার করার তরল যোগ করুন। সম্পূর্ণ মিশ্রণটিকে একটি স্প্রে বোতলে ঢেলে নিন।
ব্যবহৃত খবরের কাগজ
জানালার কাচে এই তরলটি স্প্রে করার পর এক-দুই মিনিট সেই অবস্থায় রেখে দিতে হবে। কোনো মাইক্রোফাইবার বা স্বচ্ছ কাপড় দিয়ে কাচটি মুছে নিলেই ঝকঝকে হবে। তবে এ ক্ষেত্রে পুরনো খবরের কাগজে আরও ভালো ফল পাওয়া যেতে পারে। খবরের কাগজ শুকনো হওয়ায়, তা কাচ থেকে তরল শুষে নেয়, তাই পুরনো দাগ সহজেই উঠে যায়। তবে এ ক্ষেত্রে কাচে খুব বেশি তরল স্প্রে করা উচিত নয়। তাহলে খবরের কাগজটি দ্রুত ভিজে যাবে এবং তা অবশেষ কাচের গায়ে আটকে যাবে। মুড়িয়ে রাখা হয়নি, এ রকম খবরের কাগজ দিয়েই কাচ পরিষ্কার করা উচিত।