সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

যশোরে ৫৫ লাখ টাকা ছিনতাই

আপডেট : ১৮ জুন ২০২৫, ১২:২৩ এএম

যশোরের মনিরামপুরে মোবাইল ব্যাংকিং কোম্পানি নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নগদের এরিয়া ম্যানেজার রবিউল ইসলাম যশোর থেকে ব্যাগভর্তি ৫৫ লাখ টাকা নিয়ে প্রাইভেট কারে মনিরামপুর অফিসের উদ্দেশে রওনা হন। রাজারহাট-চুকনগর মহাসড়কের জামতলা দোনার নামক জায়গায় পৌঁছালে দুই মোটরসাইকেল আরোহী প্রাইভেট কারের গতিরোধ করে। তারপর অস্ত্রের মুখে জিম্মি করে প্রাইভেট কারের গ্লাস ভেঙে ব্যাগভর্তি টাকা ছিনিয়ে নিয়ে যশোরের দিকে চলে যায়। খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পরিদর্শন করে। নগদের এরিয়া ম্যানেজার রবিউল ইসলামসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

নগদের সুপারভাইজার (মনিরামপুর অফিস) আবু সাঈদ টাকা ছিনতাইয়ের সত্যতা নিশ্চিত করে জানান, ব্যাগে ৫৫ লাখ টাকা ছিল। প্রাইভেট কারচালক সাজু হোসেন জানান, দুই মোটরসাইকেল প্রাইভেট কারের সামনে এলে তিনি গাড়ি থামাতে বাধ্য হন। কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেল থেকে নেমে গ্লাস ভেঙে তাদের মারধর শুরু করে। পরে ব্যাগভর্তি টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়। মনিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান জানান, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত