রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

সাতক্ষীরায় বন্দুকসহ দুই বনদস্যু আটক

আপডেট : ১৮ জুন ২০২৫, ১২:২৪ এএম

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন লোকালয় থেকে দুই বনদস্যুকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির মোল্যা জানান, গত সোমবার রাত ১১টার দিকে উপজেলার সুন্দরবনসংলগ্ন যতীন্দ্রনগর ও মীরগাং এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে আটক দুই বনদস্যুর দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের ব্যবহৃত নৌকা থেকে একটি একনলা বন্দুক ও একটি দা উদ্ধার করে পুলিশ। আটক দুই বনদস্যু হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর এলাকার নজির গাজী (৫৫) ও খুলনার কয়রা উপজেলার বৈকারী এলাকার দিদারুল ইসলাম (৩৮)।

ওসি মো. হুমায়ুন কবির মোল্যা বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা মাছ শিকারির ছদ্মবেশে সুন্দরবনে প্রবেশ করতেন বলে প্রাথমিক তথ্য মিলেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত