সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন লোকালয় থেকে দুই বনদস্যুকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির মোল্যা জানান, গত সোমবার রাত ১১টার দিকে উপজেলার সুন্দরবনসংলগ্ন যতীন্দ্রনগর ও মীরগাং এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে আটক দুই বনদস্যুর দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের ব্যবহৃত নৌকা থেকে একটি একনলা বন্দুক ও একটি দা উদ্ধার করে পুলিশ। আটক দুই বনদস্যু হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর এলাকার নজির গাজী (৫৫) ও খুলনার কয়রা উপজেলার বৈকারী এলাকার দিদারুল ইসলাম (৩৮)।
ওসি মো. হুমায়ুন কবির মোল্যা বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা মাছ শিকারির ছদ্মবেশে সুন্দরবনে প্রবেশ করতেন বলে প্রাথমিক তথ্য মিলেছে।