চ্যাম্পিয়নস লিগের মতো ক্লাব বিশ্বকাপেও সবচেয়ে সফল দল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় আজ বুধবার রাতে মাঠে নামছে রিয়াল। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে রিয়াল মুখোমুখি হবে সৌদি আরবের ক্লাব আল হিলালের। ক্লাব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিও মাঠে নামছে আজ। জি গ্রুপে থাকা সিটির প্রতিপক্ষ মরক্কোর চ্যাম্পিয়ন উইদাদ।
আল হিলাল গেল মৌসুমে সৌদি লিগে দ্বিতীয় স্থানে শেষ করে, তার আগের মৌসুমে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। রিয়ালও গেল মৌসুমে দ্বিতীয় স্থানে শেষ করে লা লিগা। ২০২২ ক্লাব বিশ্বকাপের ফাইনালে এই আল হিলাল ক্লাবকে হারিয়েই শিরোপা জিতেছিল লস ব্লাঙ্কোসরা। সেই ম্যাচে রিয়াল জিতেছিল ৫-৩ ব্যবধানে। রিয়ালের হয়ে দুটি করে গোল করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র ও ফেদে ভালভার্দে।
নতুন কোচ জাবি আলোনসোর অধীনে এটি হবে রিয়ালের প্রথম ম্যাচ। আল হিলালও খেলতে নামবে নতুন কোচের অধীনে। সিমোন ইনজাঘি আল হিলালের কোচ। তিনি ইন্তার মিলান ছেড়ে আল হিলালে যোগ দেন। রিয়ালের হয়ে অভিষেকের অপেক্ষায় আছেন আলেকজান্দার-আরনোল্ড। মিডফিল্ডার আরনোল্ড কিছুদিন আগে লিভারপুল থেকে রিয়ালে যোগ দেন। আল হিলালের স্কোয়াডে আছেন এমন অনেক খেলোয়াড়েরই আগে ইউরোপের ক্লাব ফুটবলে খেলার অভিজ্ঞতা আছে। তবে এই ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। গ্রুপের অপর ম্যাচে মেক্সিকোর ক্লাব পাচুকার বিপক্ষে খেলবে অস্ট্রিয়ার ক্লাব আরবি সাল্জবুর্গ।