রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

আরচার আলিফের পদক নিশ্চিত

আপডেট : ১৮ জুন ২০২৫, ১২:২৮ এএম

এশিয়া কাপ বিশ্ব র‌্যাংকিং টুর্নামেন্ট স্টেজ-২ আসরে অন্তত একটি পদক নিশ্চিত হয়েছে বাংলাদেশের। মঙ্গলবার সিঙ্গাপুরে এলিমিনেশন রাউন্ডের খেলা শেষে ছেলেদের রিকার্ভ এককের ফাইনালে নাম লিখিয়েছেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ। ২০ জুন স্বর্ণপদক নির্ধারণী ম্যাচে তার প্রতিপক্ষ জাপানের মিয়াতা গাকুতো। এছাড়া ছেলেদের কম্পাউন্ড এককে পদক পাওয়ার সুযোগ আছে বাংলাদেশের। একই দিনে বাংলাদেশের হিমু বাছাড় ব্রোঞ্জ পদকের লড়াইয়ে লড়বে ভারতের ছেচি শচিনের বিপক্ষে।

মঙ্গলবার ছেলেদের রিকার্ভ একক ইভেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে আলিফ ৬-৪ সেটে মালয়েশিয়ার বুস্তামিন মুহাম্মদ শাফিককে হারান। এরপর কোয়ার্টার ফাইনালে আলিফ ৭-৩ সেটে চাইনিজ তাইপের লিউ তাই-ইয়েনকে হারিয়ে সেমিফাইনালে নাম লেখান। এরপর সেমিফাইনালে একই ব্যবধানে চাইনিজ তাইপের আরেক আরচার চেন পিন-আনকে হারিয়ে ফাইনালে নাম লেখান।

আলিফ নিজের একক বিভাগে ফাইনালে নাম লেখালেও হিমু বাছাড় পারেননি। ছেলেদের কম্পাউন্ড এককের কোয়ার্টার ফাইনালে হিমু ১৪৫-১৪৪ পয়েন্টে ভারতের থিরুমুরু গণেশ মনি রতœমকে হারিয়ে সেমিফাইনালে নাম লেখান। তবে সেমিফাইনালে হিমু ১৪৩-১৪৭ পয়েন্টে ভারতের দালাল কুশলের কাছে হেরে যান।

এদিকে মেয়েদের কম্পাউন্ড এককে ভালো করতে পারেননি বাংলাদেশের আরচাররা। প্রি-কোয়ার্টার ফাইনালে পুষ্পিতা জামান ১৩৪-১৪৬ ব্যবধানে ভারতের ঠোকাল তানিস্কা নীলকুমারের কাছে হেরে যান। আজ বাংলাদেশ সময় সকাল ৭টায় দলগত ইভেন্টের নকআউট পর্বের খেলা শুরু হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত