আধুনিকতার পথে কোনো টাই ম্যাচের ফল নিষ্পত্তির জন্য ক্রিকেটে প্রচলন ঘটে সুপার ওভারের। অনেকটা ফুটবলের টাইব্রেকারের মতো। সাধারণত এক কিংবা দুটি সুপার ওভারের মধ্যেই পাওয়া যায় কোনো ম্যাচের ফলাফল। তবে ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো দেখা গেল তিনটি সুপার ওভার। স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে সোমবার নেপালের বিপক্ষে নেদারল্যান্ডসের ম্যাচে ঘটেছে এই ঘটনা। মোট তিন দফায় ম্যাচ ‘টাই’ হয়ে লড়াই গড়ায় তৃতীয় সুপার ওভারে! টানটান উত্তেজনার ম্যাচটিতে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে নেদারল্যান্ডস। পেশাদার ক্রিকেটের টি-টোয়েন্টি কিংবা লিস্ট এ ম্যাচের যেকোনো পর্যায়ে আগে কখনই এমন ঘটনা দেখা যায়নি।
স্কটল্যান্ডের গ্লাসগোতে আগে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস ২০ ওভারে তোলে ১৫২ রান। লক্ষ্যে নেমে নেপালও দারুণ ব্যাটিং করে। শেষ ওভারে ১৬ রান লাগলেও কাইল ক্লেইনের বলে ১৫ রানের বেশি তুলতে পারেননি নেপালের দুই ব্যাটার। খেলা সুপার ওভারে গড়ায়। প্রথম সুপার নেপাল তোলে ১৯ রান। ড্যানিয়েল ডোরামের বলে কুশল ভুর্টেল হাঁকান জোড়া ছয় ও একটি চার। জবাবে প্রথম বলে মাইকেল লেভিট ছক্কা হাঁকান। এর পর ম্যাক্সের ছয়-চারে নেদারল্যান্ডসও ঠিক ১৯ রানই তোলে। দ্বিতীয় সুপার ওভারে নেদারল্যান্ডস তুলতে পারে ১৭ রান। জবাবে নেপালও সমান ১৭ রান তোলে।
ম্যাচ গড়ায় তৃতীয় সুপার ওভারে। তবে এই দফায় অবিশ্বাস্যভাবে কোনো রানই করতে পারেনি নেপাল! ডাচদের হয়ে বোলিং করতে এসে জ্যাক লায়ন-ক্যাশেটের অফস্পিনে কোনো রান তোলার আগেই ফেরেন রোহিত ও অভিষিক্ত রুপেশ সিং। জবাবে কোনো সময় নষ্ট না করে লামিচানের প্রথম বলেই ছক্কা মেরে নেদারল্যান্ডসকে জয়ের বন্দরে পৌঁছে দেন মাইকেল লেভিট। এর আগে দুবার মাত্র দুই সুপার ওভারের ঘটনা ঘটেছে ক্রিকেট বিশ্বে। একটি ২০২৪ সালে ভারত-আফগানিস্তান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে, আরেকটি ২০২০ আইপিএলে মুম্বাই-পাঞ্জাব ম্যাচে। দুই সুপার ওভারই যেখানে দেখা যায় না, সেখানে এবার ক্রিকেট বিশ্ব সাক্ষী হলো তিন তিনটি সুপার ওভারের।