অনেক বাংলাদেশি উন্নত জীবনের জন্য ইউরোপে যাওয়ার চেষ্টা চালায়। বৈধভাবে যেতে না পারলে বেছে নেয় অবৈধ পথ। তবে এই স্বপ্ন পূরণ করতে ইউরোপ যাওয়ার পথে আটকা পড়ে লিবিয়ায়। এতে তারা নানা হয়রানির শিকার হয়। জিম্মি করে হাতিয়ে নেওয়া হয় সর্বস্ব।
তবে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় আটকেপড়া ১৫৮ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে সরকার। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়। গতকাল মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটকে পড়া ১৫৮ বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে।
এর আগে, স্থানীয় সময় সোমবার (১৬ জুন) দুপুর ২টা ১০ মিনিটে ত্রিপলীর মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুরাক এয়ারের বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারা।