বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে আসছে নতুন নাটক ‘দেয়াল সব জানে’। সময়ের সংকট, প্রতিবাদ আর প্রতিরোধের চিত্র তুলে ধরবে এ নাটকটি। আগামীকাল নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে।
স্পন্দন থিয়েটার সার্র্কেলের প্রযোজনায় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় নাটকটি রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে সন্ধ্যা ৭টায় শুরু হবে। প্রথম প্রদর্শনীর পরদিন ২০শে জুন একইস্থান ও সময়ে নাটকের দ্বিতীয় প্রদর্শনী হবে। নাটকটি মনসুর রেভ্যুলুশনের চেতনায় অনুপ্রাণিত। রচনা ও নির্দেশনায় রয়েছেন নাট্যনির্দেশক শাকিল আহমেদ সনেট।
তিনি জানান, ‘দেয়াল সব জানে’ কেবল পাঁচটি কফিন বা পাঁচটি মৃত্যুর কাহিনী নয়, এটি একটি জীর্ণ সমাজের প্রতিচ্ছবি। যেখানে শোক আর হতাশার ভেতর থেকেও উঠে এসেছে জীবনের আহ্বান, প্রতিরোধের আশা।
এছাড়া তিনি আরও বলেন, এই নাটকে আমি এমন এক মঞ্চভাষ্য নির্মাণ করতে চেয়েছি যেখানে বাস্তবতা ও বিমূর্ততা মিলেমিশে একাকার বাংলাদেশি পর্যটন স্থান হয়। দেয়াল জানে, প্রতিটি মৃত্যু শুধুই শেষ নয় বরং প্রতিটি রক্তবিন্দু জন্ম নেয় নতুন স্বপ্নের। নাটকটিতে অভিনয় করেছেন, জিতাদিত্য বড়ুয়া, আকাশ মিয়া, নুসরাত জাহান প্রমুখ।