বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

আসছে নতুন গান ‘অনুভবে তুমি’

আপডেট : ১৮ জুন ২০২৫, ০৩:৫৮ পিএম

চিরকালই ভালোবাসা মানে তুমি-আমির এক গভীর অনুভূতি। এই অনুভূতির ভেতর বাহির নিয়ে গান বেধেছেন ধ্রুব মিউজিক আমার গানের গোপালগঞ্জের প্রতিযোগি সাম্যব্রত দৃপ্ত। তার নিজের লেখা, সুর ও কণ্ঠে ‘অনুভবে তুমি’ শিরোনামের নতুন এই গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। 

গানটি নিয়ে দৃপ্ত জানালেন, অনুভবে তুমি গানটির কথা এবং সুরে গভীর ভালোবাসা আকুতি ও নিবেদন মিশে আছে। 

প্রিয় মানুষটিকে নিজের করে চাওয়ার এক কোমল, আবেগঘন প্রকাশ এটি। প্রেমিক হৃদয়ের অনুভব, অভিমান আর কল্পনায় তাকে হাওয়ার মতো ছুঁয়ে পাওয়ার ইচ্ছা। আশা করছি ‘অনুভবে তুমি’ গানটি সবার অনুভুতি ছুঁয়ে যাবে। সবার ভালোবাসা পাবো এটাই বিশ্বাস।

 গান নিয়ে অনেকটা পথ পাড়ি দিতে চাই। শ্রোতাদের ভালোলাগা আর ভালোবাসা আমার সেই পথকে মসৃন করবে’।  

‘অনুভবে তুমি’ শিরোনামে গানটির সংগীতায়োজন করেছেন এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। ভিডিও র্নিমাণ আল মাসুদের।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গানটি প্রকাশ পাচ্ছে ১৯ জুন , বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে। সেই সাথে গানটি শুনতে পাওয়া যাবে স্বাধীন মিউজিক, স্পটিফাই, অ্যাপেল মিউজিকসহ দেশি ও আর্ন্তজাতিক একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত