অগ্রণী ব্যাংক পিএলসিতে জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (জেবিএবি) কমিটি গঠন করা হয়েছে। অগ্রণী ব্যাংক পিএলসির ঢাকার শহীদ আবরার ফাহাদ করপোরেট শাখার প্রিন্সিপাল অফিসার মো. রাশিদুল হাসানকে আহ্বায়ক এবং প্রধান কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার মো. হুমায়ুন কবিরকে সদস্য সচিব করে ৬৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. এমদাদুল আলম (রনি), যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন (অফিসার), মীর মো. ফয়েজুল কবীর (নাসিম) এবং কেএম রিয়াজ উদ্দিন (এসপিও)। বিজ্ঞপ্তি