রিয়াল মাদ্রিদ ইতিহাসের সেরা ক্লাব, তাতে দ্বিমত করবেন না ফুটবল প্রেমীরা। সর্বাধিকবার চ্যাম্পিয়নস লিগ জয়, ক্লাব বিশ্বকাপও সবচেয়ে বেশি তাদের। তবে ছোট পরিসরের ক্লাব বিশ্বকাপ জেতার চেয়ে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ জেতাটা যে কঠিন হবে সেটি শুরুতেই টের পেল লস ব্লাঙ্কোসরা। এইচ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদ জিততে পারেনি। রিয়াল ও সৌদি আরবের ক্লাব আল হিলালের ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। জেতার সুযোগ এসেছিল জাবি আলোনসোর দলের সামনে। তবে পেনাল্টি মিস করেন ফেদে ভালভার্দে। ম্যাচের পর রিয়ালের নতুন কোচ জাবি বলেছেন, ৯ দিনে সব পরিবর্তন হয়ে যাবে না।
হার্ড রক স্টেডিয়ামে কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই খেলতে হয় রিয়ালকে। দুটি গোলই হয়েছে ম্যাচের প্রথমার্ধে। দাপুটে পারফরম্যান্সে প্রথম ১০ মিনিটে পাঁচটি শট নেয় আল-হিলাল। ১৯ মিনিটে আল-হিলাল রিয়ালের জালে বল পাঠায়। তবে রেনান লোদি অফসাইডে থাকায় বেঁচে যায় রিয়াল। ৩২ মিনিটে রদ্রিগোর শট ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায়। পরের মিনিটে গোল পায় রিয়াল। রদ্রিগোর দারুণ এক পাস পেয়ে দলকে এগিয়ে দেন স্প্যানিশ ফরোয়ার্ড গন্সালো গার্সিয়া। ৩৯ মিনিটে আক্রমণ রুখতে গিয়ে ডি-বক্সে লিওনার্দোকে ফাউল করেন রিয়ালের রাউল আসেন্সিও। ৪১ মিনিটে সফল স্পট কিকে সমতা টানেন আল হিলালের রুবেন নাভাস। বিরতির আগে হিলালের সালেম আল দাওসারির বাঁকানো শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।
দ্বিতীয়ার্ধের শুরুতে আসেন্সিওর বদলি নেমে প্রথম মিনিটেই গোল পেতে পারতেন আর্দা গুলের, তার শট ক্রসবারে বাধা পায়। দ্বিতীয়ার্ধ জুড়ে ম্যাচে আধিপত্য দেখায় রিয়াল। ৮৭ মিনিটে আল হিলালের ডি-বক্সে ফেরান গার্সিয়া ফাউলের শিকার হলে, অনেকক্ষণ ভিএআর মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ভিনিসিয়ুস-রদ্রিগো-বেলিংহ্যামদের আগেভাবে কোচ তুলে নেওয়ায়, পেনাল্টি নিতে আসেন ভালভার্দে। তার দুর্বল শট ঝাঁপিয়ে আটকে দেন ইয়াসিন বুনো।
আল হিলালের দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম ম্যাচে রিয়ালের মতো বড় ক্লাবকে রুখে দেওয়ায় সন্তুষ্ট সিমোনে ইনজাগি। ‘খুব ভালো একটি ম্যাচ ছিল। দল গোছানো ফুটবল খেলেছে এবং দারুণ মানসিকতা মেলে ধরেছে এমন একটি দলের বিপক্ষে, যাদের আমি মনে করি বিশ্বের সবচেয়ে শক্তিশালী তিন দলের একটি।’
রিয়ালের কোচ আলোনসো বলেন, ‘প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে অনেক ভালো খেলেছি আমরা। প্রথমার্ধে অনেক ঘাটতি ছিল। এটা নিয়ে কথা বলেছি আমরা। এরপর (দ্বিতীয়ার্ধে) ছন্দ ভালো ছিল। আমি জানতাম, সময় কিছুটা লাগবে। সবকিছুর জন্য সময় লাগে। কিছু ব্যাপার বদলাতে হবে। ৯ দিন কাজ করেছি এখানে, কিছু ফুটবলারকে পেয়েছি স্রেফ তিন ট্রেনিং সেশনে। এত দ্রুতই সবকিছু হয়ে যাবে না।’
গোলকিপার থিবো কর্তোয়া জানালেন, আনচেলত্তির কোচিংয়ের পদ্ধতি থেকে দলের বেরিয়ে আসতে কিছুটা সময় লাগবে। ‘নতুন কোচ অবশ্যই চান তার মতো করে দলকে খেলাতে, রক্ষণ সামলানো ও আক্রমণের ধরন তার ভিন্ন। আমরা আনচেলত্তির কোচিংয়ে চার বছর খেলেছি, স্বয়ংক্রিয়ভাবেই তা কিছুটা থাকবে এখনো। সেটাকে আমাদের বদলাতে হবে নতুন কোচের চাওয়া অনুযায়ী। সেটা চার দিনেই সম্ভব নয়। আমরা চেষ্টা করছি। প্রথম ম্যাচ থেকে আমরা শিখব অনেক কিছু।’
গ্রুপের অন্য ম্যাচে আরবি সাল্জবুর্গ ২-১ গোলে হারিয়েছে পাচুকাকে। ফলে এক ম্যাচ শেষে এইচ গ্রুপে শীর্ষে আছে সাল্জবুর্গ।
জি গ্রুপে থাকা বড় দুই দল ম্যানচেস্টার সিটি ও জুভেন্তাস জয় পেয়েছে। ম্যানসিটি ২-০ ব্যবধানে হারিয়েছে উইদাদ এসিকে। ম্যাচের দ্বিতীয় মিনিটে গোল করেন ফিল ফোডেন। গেল জানুয়ারির পর এটি তার প্রথম গোল। ক্লাব ও দেশের হয়ে গোলের দেখা পেলেন ২০ ম্যাচ পর! ৪২ মিনিটে ব্যবধান বাড়ান জেরেমি ডকু। ৮৮ মিনিটে রিকো লুইস লাল কার্ড দেখলে ১০ জনে পরিণত হয় ম্যানসিটি। তবে তা ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেনি। ফিল ফোডেন বলেন, ‘আমার ভেতরের ক্ষুধা আবার ফিরে এসেছে এবং আমি মানুষকে ভুল প্রমাণ করতে চাই। গোল পেয়ে এবং সুযোগ তৈরি করতে পেরে অবশ্যই খুব ভালো লাগছে। মিথ্যা বলব না, মৌসুমটা খুব কঠিন ছিল।’