খুলনা জেলার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটী গ্রামে ভুয়া দলিল ও কাগজপত্র তৈরী করে এমন প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার দিঘলিয়ার বারাকপুর ইউনিয়নের লাখোহাটী গ্রামের তিন রাস্তার মোড় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- লাখোয়াটী গ্রামের জহুর গাজীর ছেলে আশিকুজ্জামান রিংকু (৪০) ও একই গ্রামের আকরাম শেখের ছেলে তুরজাউন শেখ (২৫)।
যৌথ বাহিনীর দেওয়া তথ্য মতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে বারাকপুর ইউনিয়নের লাখোহাটী গ্রামের তিন রাস্তার মোড়ের তুরজাউন টেলিকম অ্যান্ড স্টুডিওতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যৌথ বাহিনীর সদস্যরা ভুয়া দলিল, খতিয়ান, নামজারি, মিউটেশন, পর্চা এবং বিভিন্ন অফিসে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামের বিভিন্ন প্রকার ভুয়া সিল উদ্ধার করে। আসামিদের ভাষ্যমতে, দিঘলিয়া সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত মোড়ল মফিজুর রহমান তাদের মূল সহযোগী এবং অধীনস্থ হিসেবে কাজ করে।
এ ব্যাপারে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন জানান, জব্দকৃত মালামাল ও আসামিদের দিঘলিয়া থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। দিঘলিয়া থানায় একটি মামলা হয়েছে। আটককৃত দুই জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।