গরমে মেকআপ করতে অনেকেই দ্বিধায় পড়েন। তাহলে কি গরমে মেকআপ করবেন না। অবশ্যই করবেন। তবে তার জন্য জানতে হবে বেশ কিছু কৌশল। শুষ্ক ত্বকে নয়, হাইড্রেটেড ত্বকেই সব সময়ে মেকআপ ভালো বসতে পারে। তাই মেকআপ শুরু করার আগে ত্বকে হালকা ময়েশ্চারাইজার মেখে নেবেন, যেটিতে সানস্ক্রিনের বৈশিষ্ট্য রয়েছে। সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচতে সানস্ক্রিন বাধ্যতামূলক। এই ময়েশ্চারাইজারটি ত্বকে পুরোপুরি বসে যাওয়ার পরে এসপিএফ-যুক্ত ম্যাটিফায়িং বা গ্রিপিং প্রাইমার মেখে নিন। অতিরিক্ত তেল থেকে ত্বককে বাঁচাতে সাহায্য করে এটি। মেকআপ যাতে সরে না যায়, তার জন্য এই ধরনের প্রাইমার অপরিহার্য।
এরপর হালকা বিবি ক্রিম প্রয়োগ করুন ত্বকে। বিবি ক্রিমের বদলে মুখে বিল্ডেবল ম্যাট-ফিনিশের ফাউন্ডেশনও মাখতে পারেন। অথবা এসপিএফ-যুক্ত টিন্টেড ময়েশ্চারাইজারও ব্যবহার করতে পারেন এই স্তরে। ক্রিম ফাউন্ডেশনের বদলে পাউডার বা কম্প্যাক্ট ফাউন্ডেশন ব্যবহার করা উচিত। এগুলো ভালো করে সেট না হলে ক্রিম ব্লাশ এবং হাইলাইটারগুলো গরমে গলে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। ক্রিমগুলো যাতে ঠিকভাবে মুখে বসতে পারে, তার জন্য ক্রিম-টু-পাউডার ফর্মুলা ব্যবহার করুন বা ক্রিমের ওপরে পাউডার মাখুন। সব পণ্যই যেন ওয়াটারপ্রুফ হয়। ভ্রƒর জেল হোক, মাশকারা বা আইলাইনার, সবই স্মাজ প্রুফ দেখে কেনা উচিত। মেকআপের শেষে সেটিং স্প্রে দিয়ে মেকআপ সেট করুন। কয়েক ছিটে স্প্রেতেই মেকআপ বসে যাবে। ঘণ্টার পর ঘণ্টা তাজা, টাটকা দেখাবে সাজ। ফেস মিস্টের সাহায্যে মেকআপ ঝকঝকে এবং কোমল রাখতে পারবেন। গরমের সময়ে গ্লসি লিপস্টিক এড়িয়ে চলুন। আর্দ্র আবহাওয়ায় চকচকে লিপস্টিক দ্রুত গলে যায় বা ফ্যাকাশে হয়ে যায়। ম্যাট লিকুইড লিপস্টিক ব্যবহার করুন, যা সারা দিন ঠোঁটে বসে থাকবে। লিপস্টিকের নিচে অল্প একটু লিপবাম মেখে নিলে ঠোঁট হাইড্রেটেড থাকবে, একই সঙ্গে ঠোঁটের রঙের মেয়াদও নষ্ট হবে না।