জরায়ুর মুখের ক্যানসারের ব্যাপকতা বাড়ছে। নারীদের নানা ধরনের ক্যানসারের মধ্যে চতুর্থ স্থানে আছে এটা। এটাই একমাত্র ক্যানসার যা প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা যায় শহর এবং গ্রামে উভয় জায়গায়। গ্রামে VIA শহরে Pap's Smare, LBC লিকুইড বেসড সাইটোলজি, Colposcopy ইত্যাদির মাধ্যমে। প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা গেলে এ রোগ সম্পূর্ণ নির্মূল করা সম্ভব। প্রাথমিক পর্যায় থেকে ক্যানসারে রূপান্তরিত হতে ১০ থেকে ১২ বছর সময় লাগে। এই ক্যানসার জীবনের দুই পর্যায়ে হতে পারে ৩৫ থেকে ৩৯ বছর এবং ৬০ থেকে ৬৯ বছর।
লক্ষণ
দুর্গন্ধযুক্ত স্রাব যাওয়া। অনিয়মিত মাসিক হওয়া। সহবাসে রক্ত যাওয়া। মেনোপজ হওয়ার পর রক্ত যাওয়া। তলপেটে ব্যথা।
ঝুঁকিতে বেশি যারা
জন্মনিয়ন্ত্রণ পিল ১০ বছরের বেশি খাওয়া। অল্প বয়সে বিয়ে হওয়া। অল্প বয়সে বাচ্চা প্রসব করা। ঘন ঘন এবং ৫ জনের বেশি বাচ্চা হওয়া। ডে লেবারের স্ত্রী। বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্ক থাকা।
কোন ভাইরাস
HPV (Human Papilloma Virus) সবচেয়ে বেশি-১৬, ১৮ সেরোটাইপ।
রোগ শনাক্ত
স্ক্রিনিং করে রোগ শনাক্তকরণ, বায়োপসি (Cervical Tumor) এবং হিস্টোপ্যাথলজিক্যাল পরীক্ষা করা। MRI of পেলভিস, প্রাথমিক ও অ্যাডভান্স পর্যায় জানার জন্য। টিউমার মার্কার।
চিকিৎসা
চিকিৎসা পদ্ধতি রোগের পর্যায়ের ওপর নির্ভরশীল। প্রাথমিক পর্যায়ে- প্রথমে সার্জারি পরে রেডিওথেরাপি ও ক্যামোথেরাপি। অ্যাডভান্স পর্যায়ে প্রথমে ঈঈজঞ- ক্যামোরেডি ও রেডিওথেরাপি অনেক সময় কেমোথেরাপির পর সার্জারিও করা হয়। এই চিকিৎসা দুই ধরনের (রেডিওথেরাপি)
EBRT ওপর দিয়ে RT
ICRT জরায়ুর ভেতরে RT
প্রতিরোধের উপায়
প্রাইমারি প্রতিরোধ : ঐচঠ ভেক্সিনেশন : ৯-৪৫ বছর পর্যন্ত সব সুস্থ মেয়ে ও নারীর জন্য।
সেকেন্ডারি প্রিভেনশন : সুস্থ নারীদের ৩০ বছর বয়স থেকে স্ক্রিনিং করা। টারশিয়ারি প্রিভেনশন : ক্যানসার নির্ণয়ের পর যথাযথ চিকিৎসা করে দুর্ভোগ কমানো, তার সম্মানজনক জীবন নিশ্চিত করা।