বিমান হামলায় ইরানের সামরিক বাহিনীর আরও ২ জন কমান্ডার নিহত হওয়ার দাবি জানিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে নিহত দুই কমান্ডারের নাম-পরিচয় প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
এলিট শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কমান্ডার ছিলেন তারা। এক জনের নাম আমিন পৌর যোধি এবং আরেকজন বেনহাম শারিয়ারি। তারা উভয়েই ব্রিডেডিয়ার জেনারেল পদমর্যাদার সেনা কর্মকর্তা ছিলেন।
রয়টার্সের খবরে বলা হয়েছে, শুক্রবার (২০ জুন) রাতে রাজধানী তেহরান এবং আশপাশের এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী। এ অভিযানের সময় তেহরানের সংলগ্ন কোম প্রদেশে নিহত হয়েছেন ব্রিডেগিয়ার জেনারেল আমিন পৌর যোধি। কাছাকাছি সময়ে তেহরানে নিহত হন ব্রিগেডিয়ার জেনারেল বেনহাম শারিয়ারি।
আইডিএফের তথ্য অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল আমিন পৌর যোধি আইআরজিসির সামরিক বা ইউএভি ড্রোন ইউনিটের প্রধান ছিলেন।
নিহত অপর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বেনহাম শারিয়ারি’র দায়িত্ব ছিল ইরানের সমর্থনপুষ্ট হিজবুল্লাহ, হামাস, হুথিসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখা এবং এসব গোষ্ঠীকে অস্ত্র সরবরাহের ব্যাপারটি দেখভাল করা।
এ ঘটনায় এখনও ইরানের সামরিক বাহিনী বা আইআরজিসি থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।