বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

জামালপুরে তিন মাদক কারবারির কারাদণ্ড

আপডেট : ২১ জুন ২০২৫, ০৫:২৪ পিএম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ফরহাদ আলী (২৮), মো.মিলন শেখ (২৭) ও অপূর্ব সজীব (২৫) নামে তিন মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ‌‌‌ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২১ জুন) গভীর রাতে পৌর শহরের বেপারীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে কারাদণ্ড প্রদান করেন ‌‌‌ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান।

সাজাপ্রাপ্ত মাদক কারবারি ফরহাদ আলী উপজেলার পাথর্শী ইউনিয়নের শেখপাড়া মুরাদাবাদ এলাকার বাসিন্দা, মো.মিলন শেখ একই এলাকার আমির বাসিন্দা ও অপূর্ব সজীব পৌর শহরের বেপারীপাড়া এলাকার বাসিন্দা।

ইসলামপুর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম.আতিকুর রহমান জানান, পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে পৌর শহরের বেপারীপাড়া এলাকা হতে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ফরহাদ আলী, মো.মিলন শেখ ও অপূর্ব সজীবকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিন পিছ ইয়াবা ট্যাবলেট ও দুই গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে তাদেরকে ‌‌‌ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।  ‌‌‌ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদক কারবারি ফরহাদকে এক মাস, মিলন শেখকে সাত দিন ও অপূর্ব সজীকে তিন দিনের কারাদণ্ড প্রদান করেন। একই সময় আদালত প্রত্যেককেই একশত টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও তিন দিন করে কারাদণ্ড প্রদান করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত