সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

জামালপুর

চাঁদাবাজির টাকাসহ বিএনপি নেতা আটক

আপডেট : ২১ জুন ২০২৫, ০৬:২৯ পিএম

জামালপুরে চাঁদাবাজির টাকাসহ হাবিবুর রহমান হাবিব (৩৫) নামে এক বিএনপি নেতাকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার (২১ জুন) দুপুরের দিকে চাঁদাবাজির অভিযোগে তাকে আদালতে পাঠানো হয়। 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ১১ টার দিকে পৌর শহরের শাহপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হাবিবুর রহমান হাবিব জামালপুর পৌর শহরের শাহপুর এলাকার বাসিন্দা এবং তিনি জামালপুর শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক অঙ্গনে তিনি খুবই পরিচিত মুখ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব শহরের শাহপুর এলাকার নজরুল ইসলাম নামে এক ব্যক্তির কাছে কিছুদিন ধরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। এ নিয়ে নজরুল ইসলাম আতঙ্কিত ছিলেন। পরে তিনি সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরেই যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় পুলিশ। পরে শুক্রবার (২০ জুন) রাতে সেনাবাহিনী ও পুলিশ সদস্য যৌথভাবে শাহপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে হাবিবুর রহমান হাবিবকে চাঁদাবাজির সময় হাতেনাতে নগদ ৫০ হাজার টাকাসহ আটক করেন। হাবিবকে গ্রেপ্তারের পর ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। 

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে হাবিব গোপনে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিলেন। তবে কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস করেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর হস্তক্ষেপে চাঁদাবাজকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। এতে জনমনে স্বস্তি  ফিরে এসেছে।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো.আতিক বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযানে নামে যৌথবাহিনী। অভিযানে হাবিবুর রহমানকে চাঁদাবাজির অর্থসহ হাতে নাতে আটক করা হয়। পরে তাকে চাঁদাবাজির অভিযোগে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত