আমাদের পড়াশোনার জন্যই অনেক সময় ইন্টারনেট ব্যবহার করতে হয়। কিন্তু ইন্টারনেট থাকলে ব্রাউজিং করার সময় কখন যে এক লিংক থেকে অন্য লিংকে, এক সাইট থেকে আরেক সাইটে চলে যাই তা আমরা নিজেরাও টের পাই না। নষ্ট হয় মূল্যবান সময়। ইন্টারনেটেও কীভাবে নিজের কাজে মনোযোগ ধরে রাখা যায় তা নিয়ে আছে অ্যাপ। এমন কয়েকটি অ্যাপ নিয়ে লিখেছেন এনাম-উজ-জামান
SelfControl
এই অ্যাপটি দ্বারা কয়েকটি নির্দিষ্ট সাইট বন্ধ করে রাখা যায়। এর ফলে ওই নির্দিষ্ট সময়ে তুমি চাইলেও আর ওই সাইটগুলোতে যেতে পারবে না। ফলে মনোযোগ দিয়ে কাজ করতে পারবে। মজার ব্যাপার হলো, একবার যদি নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো সাইট এই অ্যাপ দিয়ে ব্লক করো তাহলে কিছুতেই আর ওপেন করতে পারবে না। আনস্টল বা ডিলিট করলেও এটি কাজ করবে। এজন্য অ্যাপটিকে বন্ধ করার উপায় হলো অপেক্ষা করা, যে কাজ করছিলে তা করতে থাকা। সময় শেষ হলে সেই সাইটটি এমনিতেই খুলে যাবে।
Forest
কাজের সময় মোবাইল থেকে দূরে থাকার জন্য এই অ্যাপটি ব্যবহার করতে পারো। এটি চালু করার সঙ্গে সঙ্গে একটি ভার্চুয়াল বৃক্ষ বেড়ে উঠতে শুরু করে। মনোযোগ ধরে রাখতে পারলে ধীরে ধীরে গাছ সজীব থাকে, বড় হয়। এভাবে আরও গাছ জন্মে এবং একটি বনের আকার ধারণ করে। আর মনোযোগ হারালে কাজের মধ্যে মোবাইল ব্যবহার করলে গাছ মরে যায়, বনের আয়তন সংকুচিত হয়।
Focus Booster
ফোকাস বুস্টার পমোডোরো টেকনিকের ওপর ভিত্তি করে তৈরি একটি অ্যাপ। পমোডোরো টেকনিক হলো কাজ ও বিশ্রামের একটি প্যাটার্ন। এই প্যাটার্নে ২০ মিনিট কাজের পর ৫ মিনিট বিশ্রাম নির্ধারিত থাকে। এভাবে ৪টি চক্র পূর্ণ করার পর ২০ মিনিটের একটি দীর্ঘ বিরতি থাকে। বিরতিসহ ৪টি চক্রকে একটি সেট বল। কাজ শেষ না হলে এই সেট পুনরাবৃত্তি করে কাজটি শেষ করা যায়। এই অ্যাপটি পমোডোরো টাইমার নিয়ন্ত্রণ করার মাধ্যমে কাজে মনোযোগ বজায় রাখতে সহযোগিতা করে।
Flora
ফরেস্ট অ্যাপের মতোই, ফ্লোরা অ্যাপও ভার্চুয়াল গাছ লাগিয়ে মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। নির্ধারিত সময়ে যদি ফোন ব্যবহার না করো তাহলে তবে তোমার গাছ বেড়ে উঠবে, ফুলে ফুলে সুশোভিত হয়ে উঠবে।
StayFocusd
এটি একটি ক্রোম এক্সটেনশন। এই সফটওয়্যারটি নির্দিষ্ট ওয়েবসাইটগুলোতে নির্ধারিত সময়ের বেশি যেন সময় ব্যয় না হয় সেটি নিশ্চিত করে।
Hocus Focus
অ্যাপটি অব্যবহৃত অ্যাপগুলো লুকিয়ে রাখে। গুরুত্বপূর্ণ কাজের সময় অকারণে সেসব ব্যবহার করা থেকে বিরত রাখে। কোনো অ্যাপ থেকে সরে আসার পরমুহূর্তেই তাকে লুকিয়ে ফেলতে পারে এই অ্যাপ।
Noisli
অ্যাপটি বিভিন্ন ধরনের সুমধুর শব্দ এবং সংগীত দিয়ে মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করবে। এই অ্যাপের শ্রুতিমধুর শব্দ মনোযোগ ধরে রাখতে সহায়তা করে।
Freedom
অনলাইন কাজে মনোযোগ ধরে রাখতে এটি খুবই সাধারণ কিন্তু কার্যকর একটি অ্যাপ। নির্দিষ্ট প্রোগ্রাম, অ্যাপ, এমনকি ব্রাউজার থেকেও ব্লক করে রাখে এই অ্যাপ। তাই সেসব অ্যাপ ব্যবহার করে মনোযোগ সময় নষ্ট হওয়ার ভয় থাকে না।