রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

নওগাঁয় আমের দরপতন, বিপাকে চাষি

আপডেট : ২৩ জুন ২০২৫, ১২:১৩ এএম

নওগাঁ জেলা প্রশাসন ও কৃষি অফিসের ক্যালেন্ডার অনুযায়ী নওগাঁয় আম্রপালি জাতের আম ১৮ জুন থেকে আম পাড়া শুরু হয়েছে। কিন্তু আম্রপালি জাতের আম ১ সপ্তাহ আগে থেকেই পাকা শুরু হয়। টানা ১০ দিন কুরিয়ার সার্ভিস, পরিবহন ও ব্যাংক বন্ধ থাকার কারণে চলতি মৌসুমে নওগাঁর সাপাহার উপজেলার আম ব্যবসায়ী ও আমচাষিরা ব্যাপক লোকসানের আশঙ্কা করছেন। উপজেলার আম চাষিরা জানিয়েছেন, অতিরিক্ত গরম, বৈরী আবহাওয়া, গাছে আগাম মুকুল আসার কারণে এ বছর আম্রপালি জাতের আম আগেই পাকতে শুরু করেছে। ক্রেতার অভাবে আম বিক্রি না হওয়ায়  কোটি টাকার লোকসানের মুখে পড়েছেন নওগাঁর আমচাষি ও ব্যবসায়ীরা।

সাপাহারের আমচাষি সাখাওয়াত হোসেন জানান, ৪০০ বিঘা জমিতে বিভিন্ন জাতের আমগাছ লাগিয়েছেন। সব জাতের আমের ফলনও ভালোই হয়েছে। কিন্তু সরকারি আমের ক্যালেন্ডার অনুযায়ী আম নামাতে গিয়ে পড়তে হচ্ছে বিপাকে। সরকারি আমের ক্যালেন্ডার অনুযায়ী আম্রপালি জাতের আম ১৮ জুন থেকে গাছ থেকে পাড়ার তারিখ ছিল কিন্তু তার আগেই আম পাকা শুরু হয়েছে। এর মধ্যে ঈদের টানা ১০ দিন ছুটি থাকার কারণে কুরিয়ার সার্ভিস, পরিবহন ও ব্যাংক বন্ধ যার কারণে আমের  বেচাকেনা হয়নি। আম বিক্রি না হওয়ার কারণে প্রতিদিন ৩০ থেকে ৩৫ মণ আম পচে গেছে। ভুক্তভোগী আমচাষিরা অভিযোগ করেন, যেদিন জেলা প্রশাসনের কার্যালয়ে আমের ক্যালেন্ডার প্রকাশ করা হয় তখন বলা হয়েছিল অগ্রিম আম পেকে গেলে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি অফিসের অনুমতি সাপেক্ষে গাছ থেকে আম পাড়া ও বিক্রি করার অনুমতি দেওয়া হবে। কিন্তু ঈদের ছুটিতে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি অফিসারের কাছে আবেদন করে আম পাড়ার কোনো অনুমতি পাওয়া যায়নি। সাপাহার উপজেলার আরেক আমচাষি সোহেল রানা জানান, চলতি মৌসুমে  জেলা প্রশাসন ও জেলা কৃষি অফিসের বেঁধে দেওয়া আমের ক্যালেন্ডার অনুযায়ী আম পাড়া যাচ্ছে না। বৈরী আবহাওয়া, আর অতিরিক্ত গরমের কারণে ক্যালেন্ডারের  ঘোষিত তারিখের ১০-১২ দিন আগেই আম পেকে গেছে। প্রতিদিন আমচাষির ও ব্যবসায়ীদের লাখ লাখ টাকা লোকসান হচ্ছে। ক্রেতার অভাবে আম বিক্রি না হওয়ায় অবিক্রীত আম ফেলে দিতে হচ্ছে। আম সংরক্ষণ করার কোনো পদ্ধতি না থাকায় প্রতিদিনের আম প্রতিদিনই বিক্রি করতে হয়। টানা ঈদের ১০ দিন ছুটি থাকার কারণে কুরিয়ার সার্ভিস, পরিবহন ও ব্যাংক বন্ধ ব্যবসায়ীদের হাতে নগদ টাকা না থাকায় ব্যবসায়ীরা বিপদে পড়েছেন। নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, গত ২০২৪ সালের আমের ক্যালেন্ডার অনুযায়ী আম্রপালি আম পাড়ার তারিখ ছিল ২১ জুন। ২০২৫ সালের চলতি মৌসুমে ৩ দিন আগেই ১৮ জুন থেকে আম্রপালি আম পাড়ার তারিখ নির্ধারণ করা হয়। তার আগেও যদি কোনো চাষির আম পেকে যায় তাহলে উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি অফিসারের অনুমতি নিয়ে যে কোনো সময় আম পাড়তে পারবেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত