সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

জিল্লুরের মিশ্র ফলের বাগান

আপডেট : ২৩ জুন ২০২৫, ১২:১৩ এএম

মিশ্র ফলের বাগান করেছেন রাজবাড়ীর পাংশা উপজেলার মো. জিল্লুর রহমান। মাত্র ১ বছরে এই উদ্যোক্তার বাগানে রাশিয়ানসহ বিদেশি কয়েকটি জাতের আঙুর, কমলা ও মাল্টা গাছ রয়েছে। বিদেশি ৫ জাতের আঙুর, ৩ জাতের কমলা ও মাল্টাসহ প্রায় ৭শ ফলের চারা আছে। এসব গাছে শোভা পাচ্ছে রঙবেরঙের আঙুরসহ মাল্টা ও কমলা। বিষমুক্ত বিদেশি জাতের ফল উৎপাদন করতে পেরে খুশি জিল্লুর।

জিল্লুর রহমান রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের ভেল্লাবাড়িয়া গ্রামের বাসিন্দা। ২০২৩ সালে ইউটিউবে রাজবাড়ী সদরের সরোয়ার হোসেন বাবুর বাগান দেখে আগ্রহী হন। এরপর ওই বাগান থেকে চারা সংগ্রহ করে বাড়ির আশপাশসহ মাঠে প্রায় ৫ বিঘা জমিতে মিশ্র বাগান শুরু করেন। বর্তমানে তার ৩ বিঘা জমিতে দার্জিলিং, মেন্ডারিন ও চায়না জাতের কমলা, ১ বিঘায় ভিয়েতনামি মাল্টা এবং ১৬ শতাংশ জমিতে রাশিয়া ও ইতালির একেলো, সামার রয়েল, এপোলিয়া রোজ, ভ্যালেজ ও হ্যালোইন জাতের আঙুর আছে। মিশ্র ফলচাষি সরোয়ার হোসেন বাবু বলেন, ‘আমার কাছ থেকে চারা নিয়ে জিল্লুর ভাই ফল বাগান করেছেন। বাগান দেখতে এসে আমি মুগ্ধ হয়ে গেছি। আমার বাগানের চেয়ে এ বাগানে বেশি ফল ধরেছে। এভাবে যদি দেশের অন্য অঞ্চলে কৃষি বিভাগের সহযোগিতায় চাষিরা ফল বাগান শুরু করেন, তাহলে এ ফল উৎপাদন করে বাংলাদেশ নির্ভরশীল হবে। বিদেশ থেকে ফল আমদানি করতে হবে না। ’মিশ্র ফলচাষি মো. জিল্লুর রহমান বলেন, ‘রাজবাড়ীর সরোয়ার হোসেন বাবুর মিশ্র ফল বাগান দেখতে গিয়ে বাগান করতে আগ্রহী হই। প্রায় ১ বছর আগে তার বাগান থেকে চারা এনে ৫ বিঘা জমিতে বিদেশি জাতের আঙুর, কমলা ও মাল্টার বাগান করেছি। বাগানে প্রায় ৬০০ কমলা, ৫০ মাল্টাসহ অনেকগুলো আঙুর গাছ আছে। বর্তমানে আমার বাগানের আঙুর, কমলা ও মাল্টা গাছে ফল ধরেছে। বিষমুক্ত ফল উৎপাদন করতে আমি অনেকটাই সফল। অনেকে ফল বাগান করতে উদ্যোগ নিয়েছে।’ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার গোলাম রাসুল বলেন, ‘মিশ্র ফলচাষিদের আমরা বিভিন্নভাবে উদ্বুদ্ধ করে থাকি। তাদের সুবিধা হলো কোনো একটির ফলন কম হলে অন্যটির ফলন ভালো হয়। সে ক্ষেত্রে চাষিরা একটু সুবিধা পায়। সরোয়ার হোসেন বাবুর বাগান পরিদর্শন করে দেখেছি, বেশ কয়েক জাতের আঙুরসহ অন্য ফল গাছ আছে। বাগানে ফলনও ভালো হয়েছে। তার দেখাদেখি এখন অনেকেই ফল বাগান করছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত