ক্লাব বিশ্বকাপে ‘ই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ড্র করেছিল ইন্তার মিলান। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল ইতালিয়ান ক্লাবটি। ইন্তার মিলান ২-১ গোলে হারিয়েছে জাপানের ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডসকে। ম্যাচে প্রথমে এগিয়ে যাওয়ার পর জাপানি ক্লাবটির হৃদয় ভাঙে দুই আর্জেন্টাইনের গোলে।
বল দখল, গোলমুখে শট নেওয়া প্রত্যাশিতভাবে সব কিছুতেই এগিয়ে ছিল ইতালির ক্লাব ইন্তার মিলান। তবে স্রোতের বিপরীতে ম্যাচের ১১ মিনিটে এগিয়ে যায় উরাওয়া। মাঠের ডানপ্রান্তে বল পেয়ে এগিয়ে যান তাকুরো কানেকে। ইন্তারের এক ডিফেন্ডারকে পেছনে ফেলে আরেক ডিফেন্ডারকে কাটিয়ে বল দেন বক্সে থাকা রিওমা ওতানাবেকে। ওতানাবের শট ইন্তারের এক খেলোয়াড়ের পায়ে লেগে কিছুটা দিক পাল্টে জালে জড়ায়। ২০২৪-২৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলা ইন্তার একের পর এক আক্রমণ করে গোল শোধের জন্য।
ইন্তার ডেডলক ভাঙে ৭৮ মিনিটে। কর্নার থেকে পাওয়া বল শুয়ে পড়ে ভলিতে জালে পাঠান ইন্তারের আর্জেন্টাইন অধিনায়ক লাউতারো মার্তিনেজ। ম্যাচের নির্ধারিত সময় শেষ, চলছিল ইনজুরি সময়ের খেলা। এক পয়েন্টের আশায় ছিলেন উরাওয়ার সমর্থকরা। তবে আরেক আর্জেন্টাইন ভ্যালেন্তিন কারবোনি গোল করে ৩ পয়েন্ট এনে দেন ইন্তারকে। বক্সে বল পেয়ে দারুণ শটে গোল করেন কারবোনি। গত বছরের অক্টোবরে আর্জেন্টিনা জাতীয় দলের অনুশীলনে বাঁ হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে বড় ধরনের চোটে পড়েছিলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। এরপর প্রায় পুরো মৌসুম মাঠের বাইরে কাটিয়ে এই ম্যাচ দিয়েই ফিরলেন এবং ফিরেই জাল খুঁজে পেলেন প্রথমবার ইন্তারের জার্সিতে। ম্যাচ শেষে খুশি কারবোনি বলেন, ‘হ্যালো ইন্তার সমর্থকরা, আমি খুব খুশি। পরের ম্যাচে দেখা হবে!’
টানা দুই হারের ফলে এক ম্যাচ বাকি থাকতেই উরাওয়ার ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলো। গ্রুপের আরেক ম্যাচে মুখোমুখি হয়েছিল রিভারপ্লেট ও মন্টেরে। ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ‘ই’ গ্রুপে সমান চার পয়েন্ট রিভার প্লেট ও ইন্তার মিলানের। দুই পয়েন্ট মন্টেরের। গ্রুপের শেষ ম্যাচে ইন্তার ও রিভার প্লেট মুখোমুখি হবে। আরেক ম্যাচে মুখোমুখি হবে জাপানের ক্লাব ওরাওয়া ও মেক্সিকোর ক্লাব মনটেরের সঙ্গে।