ক্লাব বিশ্বকাপে ‘এফ’ গ্রুপ থেকে শেষ ষোলোতে যাওয়ার লড়াই জমে উঠেছে। এই গ্রুপে থাকা চার দল ফ্লুমিনেন্স, বরুসিয়া ডর্টমুন্ড, মামেলোদি সানডাউনস ও উলসান এইচডি। এই চার দলের মধ্যে শুধু উলসানের বিদায় নিশ্চিত, বাকি তিন দল থেকে দুটি যাবে শেষ ষোলোতে। আর এমন সমীকরণ দাঁড়িয়েছে গ্রুপের দ্বিতীয় ম্যাচ ডে ফলাফলের পর। জার্মান ক্লাব ডর্টমুন্ড ৪-৩ গোলে হারিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্লাব মামেলোদিকে। গ্রুপের আরেক ম্যাচে ব্রাজিলের দল ফ্লুমিনেন্স ৪-২ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়ার উলসানকে।
চলতি ক্লাব বিশ্বকাপে দাপট দেখাচ্ছে ব্রাজিলের ক্লাবগুলো। সেই ধারাবাহিকতা বজায় রেখেছে ফ্লুমিনেন্স। মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলের ক্লাবটির হয়ে গোল করেন জন আরিয়াস, নোনাতো, জুয়ান পাবলো ফ্রেইতেস এবং কেনো। ম্যাচজুড়ে ব্রাজিলের ক্লাবটিরই আধিপত্য ছিল। ৭০ শতাংশ সময় বল দখলে রেখে ২৫টি শট নিয়ে ৮টি লক্ষ্যে রাখতে পারে তারা। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার ক্লাবটি ১০টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখতে পারে। উলসানের জার্সি দেখতে অনেকটা আর্জেন্টিনার জার্সির মতো। উলসানকে আর্জেন্টিনা ভেবেই এমন দাপট দেখিয়েছে কি না ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স!
২৭ মিনিটে ফ্রি-কিক গোলে ফ্লুমিনেন্সকে এগিয়ে দেন আরিয়াস। ৩৭ মিনিটে জিন-হিউনের গোলে সমতায় ফেরে দক্ষিণ কোরিয়ার ক্লাবটি। প্রথমার্ধের যোগ করা সময়ে দলকে এগিয়ে দেন ওন-স্যাং। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ফ্লুমিনেন্স। ৬৫ মিনিটে কেনোর ক্রস থেকে বল জালে পাঠান ফাঁকায় দাঁড়ানো নোনাতো। ৮৩ মিনিটে তৃতীয় গোলটিও আসে কেনোর পাস থেকে। এবার বল জালে পাঠান হুয়ান ফ্রেইতেস। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আরিয়াসের ক্রস থেকে হেডে গোল করে স্কোরলাইন ৪-২ করেন কেনো।
এদিকে সিনসিনাটিতে মামেলোদির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ৩-১ এ এগিয়ে থেকে বিরতিতে যায় ডর্টমুন্ড। ম্যাচটি যখন চলছিল, তখন সিনসিনাটিতে তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। যুক্তরাষ্ট্রে এখন গ্রীষ্মকাল। ফলে সিনসিনাটিতে আবহাওয়া বেশ গরম। আর গরমের কারণে ডর্টমুন্ডের বেঞ্চে থাকা খেলোয়াড়দের দেখা যায় তারা ম্যাচ দেখছেন লকার রুমে বসে।
প্রথমার্ধের ১১ মিনিটে গোল হজমের পর ডর্টমুন্ডের হয়ে গোল করেন ফেলিক্স নেমেচা, শেরহু গুইরাসি ও জোব বেলিংহ্যাম। সান্ডারল্যান্ড ছেড়ে ডর্টমুন্ডে যোগ দেওয়ার পরে এই প্রথম শুরু থেকে খেললেন জুড বেলিংহ্যামের ভাই জোব বেলিংহ্যাম। অনেকেই মনে করছেন জুড বেলিংহ্যামকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা আছে জোবের মধ্যে। ৫৯ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় ডর্টমুন্ড। তবে ৬২ মিনিট ও ৯০ মিনিটে গোল করেন মামেলোদির ইকরাম রেনার্স ও লেবো মোতহিবা।
গ্রুপে শেষ ম্যাচে ডর্টম্ন্ডু খেলবে উলসানের বিপক্ষে। ফ্লুমিনেন্স খেলবে মামেলোদির বিপক্ষে। ফ্লুমিনেন্স ও ডর্টমুন্ডের পয়েন্ট সমান ৪। মামেলোদির পয়েন্ট ৩। উলসান কোনো পয়েন্ট পায়নি।