সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

বুমরার ৫ উইকেটে ভারতের লিড

আপডেট : ২৩ জুন ২০২৫, ১২:২৫ এএম

হেডিংলিতে তিন সেঞ্চুরিতে ভারত প্রথম ইনিংসে করেছিল ৪৭১ রান। জবাব দিতে নেমে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে সেঞ্চুরি করেছেন কেবল একজন। তবু প্রথম ইনিংসে লিড প্রায় নিয়েই ফেলেছিল স্বাগতিক ইংলিশরা। তবে তা হতে দেননি জাসপ্রিত বুমরা। ভারতীয় এই পেসার নেন ৫ উইকেট। তাতে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৪৬৫ রানে অলআউট হয়েছে। ওলি পোপ করেন ১০৬ রান। হ্যারি ব্রুক আউট হন ৯৯ রানে। ভারত প্রথম ইনিংসে লিড পায় ৬ রানের।

ব্রুক টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরি তুলে অপরাজিত ছিলেন। গতকাল রবিবার টেস্টের তৃতীয় দিনে আর ৬ রান যোগ করে প্রসিধ কৃষ্ণার বলে ক্যাচ দেন রিশাভ পান্তের হাতে। চতুর্থ উইকেটে স্টোকস ও ব্রুক জুটিতে আসে ৫১ রান। স্টোকসকে (২০) ফেরান মোহাম্মদ সিরাজ। পঞ্চম উইকেটে আরেকটি পঞ্চাশোর্ধ্ব জুটিতে এগোতে থাকে ইংল্যান্ড। এবার ব্রুকের সঙ্গে জুটি গড়েন জেমি স্মিথ। ইংল্যান্ডের ইনিংসের ৭২তম ওভারে বল করতে এসেছিলেন রবীন্দ্র জাদেজা। প্রথম বলেই ব্রুককে আউট করার সুযোগ পেয়েছিলেন তিনি। জাদেজার ফ্লাইট ডেলিভারি ফ্রন্টফুটে ডিফেন্স করতে যান ব্রুক। ব্যাটের হ্যান্ডেলে লেগে ক্যাচ উঠলেও সেটা তালুবন্দি করতে পারেননি উইকেটকিপার পান্ত। পাঁচ বল পরেই হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ব্রুক। তার আগে টেস্টের দ্বিতীয় দিনে নো বলে বেঁচে গিয়েছিলেন ব্রুক। জেমি স্মিথ ৫ চার ও ১ ছক্কায় ৫২ বলে ৪০ রান করে ফিরলে ষষ্ঠ উইকেটে ৭৩ রানের জুটি ভাঙে।

ব্রুকের রান যখন ৮২ তখন ফের জীবন পান। বুমরার বলে ব্রুকের ক্যাচ ছাড়েন জয়সওয়াল। একাধিকবার জীবন পেয়েও সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি ব্রুক। ব্যক্তিগত ৯৯ রানে আউট হন তিনি। ব্রুকের ১১২ বলের ইনিংসে ছিল ১১ চার ও ২ ছক্কা। টেস্টে ব্যক্তিগত ৯৯ রানে আউট হওয়ার এটি ৮৮তম ঘটনা। ২০২২’র নভেম্বরের পর প্রথম। ব্রুকের আগে সবশেষ টেস্টে ৯৯ রানে আউট হয়েছিলেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। ইংলিশ ব্যাটসম্যান হিসেবে এর আগে সবশেষ টেস্টে ৯৯ রানে আউট হয়েছিলেন জনি বেয়ারেস্টো (২০১৭’র আগস্টে)।

ব্রুক যখন আউট হন ৭৩ রানে পিছিয়ে ছিল ইংল্যান্ড। তবে ক্রিস ওকসের ৩৮, কার্সের ২২ ও জস টাংয়ের ১১ রানে ভারতের স্কোরের কাছাকাছি পৌঁছায় ইংল্যান্ড। দ্বিতীয় দিনে ইংল্যান্ডের প্রথম তিন উইকেট নেওয়া বুমরা ইনিংসের শেষ দুটি উইকেট নিয়ে ৫ উইকেট পূর্ণ করেন। বুমরা এ নিয়ে ইনিংসে ১৪তম বার ৫ উইকেট পেলেন। ভারত ইংল্যান্ডকে কত রানের টার্গেট দিতে পারে সেটি দেখার।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত