সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

গভীর উদ্বেগ বাংলাদেশের

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৭:২৯ এএম

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সাম্প্রতিক হামলার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। গতকাল এক আনুষ্ঠানিক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যের একটি ইতিমধ্যে অস্থিতিশীল অঞ্চলে স্থিতিশীলতা আরও বিঘিœত করার ঝুঁকি তৈরি করেছে এবং তা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

বিবৃতিতে বাংলাদেশ তার দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, ‘আমরা যেকোনো ধরনের দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধানে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার পক্ষে। সব পক্ষকে আমরা সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি এবং আঞ্চলিক উত্তেজনা বাড়াতে পারে এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে অনুরোধ করছি।’

বাংলাদেশ মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় এবং কার্যকর হস্তক্ষেপ কামনা করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, গঠনমূলক আলোচনা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং আন্তর্জাতিক রীতিনীতি অনুসরণই দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র গ্রহণযোগ্য পথ। 

তেহরান থেকে প্রথম দল আসবে আগামী সপ্তাহে : ইরান-ইসরায়েলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে তেহরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী সপ্তাহেই আগ্রহী প্রথম দলকে দেশে ফেরত আনা হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইরানে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানকার বাংলাদেশিদের প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু করেছে সরকার। ইরানের পার্শ্ববর্তী দেশগুলোর সহযোগিতায় এ কার্যক্রম সম্পন্ন করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে, আগামী সপ্তাহেই প্রথম দলটি বাংলাদেশে পৌঁছাবে। পর্যায়ক্রমে অন্যরাও দেশে ফিরতে পারবেন। এজন্য মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

তেহরানে অবস্থানরত এবং দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের নাম, ঠিকানা ও প্রয়োজনীয় তথ্যসহ বাংলাদেশ দূতাবাস, তেহরানের মাধ্যমে রেজিস্ট্রেশনের আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, দেশে অবস্থানরত স্বজনরাও যোগাযোগ করতে পারেন।

জরুরি যোগাযোগের হটলাইন : বাংলাদেশ দূতাবাস, তেহরান: +৯৮৯৯০৮৫৭৭৩৬৮, +৯৮৯১২২০৬৫৭৪৫ (হোয়াটসঅ্যাপসহ)। পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা:  +৮৮০১৭১২০১২৮৪৭

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত